scorecardresearch
 

Kanchanjunga Express Accident-Train Route Change: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে প্রচুর ট্রেনের রুট পরিবর্তন, রইল তালিকা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হল। রেলের তরফে জানানো হয়েছে, মোট ১৯ টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

Advertisement
Train Routhe Change Train Routhe Change
হাইলাইটস
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হল
  • কোন কোন ট্রেনের রুট বদলে দেওয়া হল? দেখে নিন

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হল। রেলের তরফে জানানো হয়েছে, মোট ১৯ টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সেই ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, বাগডোগরা ও আলুয়াবাড়ি রোড ধরে এই রুটে ট্রেনগুলো চলবে। 

কোন কোন ট্রেনের রুট বদল ? 

যে ১৯ ট্রেনের রুট বদল করা হয়েছে সেগুলো হল- 

আরও পড়ুন

  • ১) 19602 নিউ জলপাইগুড়ি – উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস ১৭.০৬।
  • ২) 20503 ডিব্রুগড় - ১৬.৬.২৪ তারিখের নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস।
  • ৩) 12423 ডিব্রুগড় - ১৬.৬.২৪ তারিখের নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস
  • ৪) 01666 আগরতলা - রানি কমলাপতি বিশেষ ট্রেন ১৬.৬.২৪ তারিখের
  • ৫) 12377 শিয়ালদহ- ১৬.৬.২৪ তারিখের নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  • ৬) 06105 Nagercoil Jn.- ১৪.৬.২৪ এর ডিব্রুগড় স্পেশাল।
  • ৭) 20506 নতুন দিল্লি- ১৬.৬.২৪ তারিখের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।
  • ৮) 12424 নতুন দিল্লি- ১৬.৬.২৪ তারিখের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।
  • ৯) 22301 হাওড়া- ১৭.৬.২৪ তারিখের নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
  • ১০) 12346 গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ১৭.৬.২৪।
  • ১১). 12505 কামাখ্যা- ১৭.৬.২৪-এর আনন্দ বিহার উত্তর-পূর্ব এক্সপ্রেস।
  • ১২). 12510 গুয়াহাটি- বেঙ্গালুরু এক্সপ্রেস ১৭.৬.২৪।
  • ১৩). 22302 নিউ জলপাইগুড়ি- হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ১৭.৬.২৪।
  • ১৪). 15620 কামাখ্যা- ১7.৬.২৪-এর গয়া এক্সপ্রেস।
  • ১৫). 15962 ডিব্রুগড়- হাওড়া কামরূপ এক্সপ্রেস ১৭.৬.২৪।
  • ১৬). 15636 গুয়াহাটি- ১৭.৬.২৪ এর ওখা এক্সপ্রেস।
  • ১৭). 15930 নতুন তিনসুকিয়া- ১৭.৬.২৪ তারিখের তাম্বারাম এক্সপ্রেস।
  • ১৮) 13148 বামনহাট- ১৭.৬.২৪-এর শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।
  • ১৯) 22504 ডিব্রুগড়- কন্যাকুমারী এক্সপ্রেস ১৭.৬.২৪।

কীভাবে এই দুর্ঘটনা? 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল। সেই সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রাঙাপানির কাছে ট্রেনটি দাঁড়ায়। সেখানে লাইনে সিগন্যালের অপেক্ষা করছিল যাত্রীবাহি ট্রেনটি। সেই সময় আচমকা ওই লাইনেই একটি মালগাড়ি চলে আসে। পিছন থেকে এসে সরাসরি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়িটি। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২-৩টি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। একটি বগি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। প্রায় ২০ ফুট উঁচুতে উঠে যায় কামরার একদিক। 

Advertisement

সংবাদমাধ্যমকে ট্রেনের সামনের ও মাঝের কামরার যাত্রীরা জানাচ্ছেন, ট্রেন কিছুটা ধীর গতিতে চলছিল। এরপর লাইনে দাঁড়িয়ে পড়ে। এমন সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি ও শব্দ হয়। আতঙ্কে অনেকেই ট্রেনের কামরা থেকে নেমে পড়ে। প্রাথমিকভাবে একাধিক তত্ত্ব উঠে আসছে। অনেকে সিগন্যালিং ব্যবস্থায় কোনও সমস্যা ছিল কিনা, তাই নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকে আবার বৃষ্টি-মেঘলা পরিস্থিতির কারণে দৃশ্যমানতা হ্রাসকেও দায়ী করছেন। তবে পুরোটাই তদন্তসাপেক্ষ।
  

Advertisement