scorecardresearch
 

Chopra 4 Children Dead: চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত ৪ শিশু, ড্রেন কাটতে গিয়ে আচমকা দুর্ঘটনা

Chopra 4 Children Dead: সীমান্ত এলাকায় ড্রেন কাটার কাজ চলছিল। আচমকা সেখানে মাটিতে ধস নামে। সেই সময় কয়েকজন বাচ্চা খেলছিল। মাটির ধসে চাপা পড়ে যায় চারজন। বিএসএফ জওয়ানরাই ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

Advertisement
চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত ৪ শিশু-ছবি সংগৃহীত চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত ৪ শিশু-ছবি সংগৃহীত

Chopra 4 Children Dead: মাটি চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। ঘটনাটি ঘটেছে ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত এলাকায় ড্রেন কাটার কাজ চলছিল। আচমকা সেখানে মাটিতে ধস নামে। সেই সময় কয়েকজন বাচ্চা খেলছিল। মাটির ধসে চাপা পড়ে যায় চারজন। বিএসএফ জওয়ানরাই ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশিনালা বড় করার জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের অধীনে নো ম্যান ল্যান্ডে কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিল বাসিন্দারা। ওই সময় ৬-১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলার ছলে দৌড়তে-দৌড়তে নিচে পড়ে যায়।

আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাপা পড়ে যায় পর পর চার শিশু। স্থানীয় মানুষজন শিশুদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছেছে।

 

Advertisement