
Cannabis Recovery Siliguri:মাদক পাচারের অভিনব ছক ভেস্তে দিয়ে বড়সড় সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ। অসম থেকে বিহারে পাচারের পথে ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে অভিযান চালিয়ে প্রায় ৬৯৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দার্জিলিং জেলা পুলিশের কাছে খবর আসে যে, একটি বড় কন্টেনারের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা চলছে। সেই তথ্যের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশ জাতীয় সড়ক ৩২৭-এর পিডব্লিউবি মোড় এলাকায় নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি কন্টেনার দ্রুত গতিতে বিহারের দিকে যেতে থাকলে সেটিকে আটকানো হয়।
প্রাথমিকভাবে কন্টেনারটি খালি বলেই মনে হয়েছিল। তবে পুলিশের সন্দেহ হয় চালকের কেবিনের গঠন নিয়ে। ভালো করে তল্লাশি চালাতেই চালকের আসনের পিছনে তৈরি করা একটি গোপন চেম্বারের সন্ধান মেলে। সেই চেম্বার থেকে উদ্ধার হয় ৭৩টি বড় প্যাকেট। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো গাঁজা।
এই ঘটনায় কন্টেনারের চালক আকবর আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। দার্জিলিং জেলার গ্রামীণ এসডিপিও সৌম্যজিৎ রায় জানান, “অসম থেকে এই বিপুল পরিমাণ মাদক বিহারে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।” মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশের অনুমান, এই পাচারচক্রের শিকড় অনেক গভীরে। উত্তরবঙ্গের করিডোর ব্যবহার করে আর কোথায় কোথায় মাদক পাঠানো হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার সূত্র ধরে বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস হতে পারে।