Mathabhanga: প্রেমের ফাঁদে ফেলে নারীপাচার! কোচবিহারে হাতেনাতে পাকড়াও রেজাউল

প্রেমের ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এজাউল হক নামে এক যুবক আটক করা হল কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস থেকে।

Advertisement
প্রেমের ফাঁদে ফেলে নারীপাচার! কোচবিহারে হাতেনাতে পাকড়াও রেজাউলঅভিযুক্ত এজাউল হক

প্রেমের ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এজাউল হক নামে এক যুবক আটক করা হল কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস থেকে। এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ায় মেতে ওঠেন মাথাভাঙ্গার কুশিয়ারবাড়ির যুবক রেজাউল হক।    

প্রেমিকা সেজে কথা
বিবাহিতা মহিলার স্বামী ছাড়াও আছে দুই সন্তান। সম্প্রতি বোনের পরকীয়ার কথা জানতে পারেন দাদা মিলন বর্মন ও বৌদি চন্দনা সরকার। কীভাবে পরকিয়ায় বাধা দেওয়া যায় তা নিয়ে ফন্দি আঁটেন স্বামী-স্ত্রী দুজনেই। দুদিন আগে বোনের ফোন একপ্রকার জোর করে নিয়ে নেন মিলন। সেই ফোন দিয়েই তাঁর স্ত্রী প্রেমিকা সেজে কথা বলা শুরু করেন। একেবারে বলিউডের ছবির মত চিত্রনাট্য। এরপর চন্দনার সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার দুপুরের দিকে কেশব রোডে এনবিএসটিসির কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় অভিযুক্ত রেজাউল। 

সেখানে তাঁর প্রেমিকার বদলে তার দাদা বৌদিকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত কয়েকজন তাকে ফেলে। এরপর সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে রেখে পুলিশে (Police) খবর দেয়। আটক করে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।  ঘটনা প্রসঙ্গে চন্দনা বলেন, ‘অভিযুক্তকে ধরার জন্য আমরা পরিকল্পনা করেছিলাম। দু’দিন ধরে ননদ সেজে ওর সঙ্গে কথা বলি। অভিযুক্ত কেরলে নিয়ে যাবে বলেছিল। আসলে প্রেমের ফাঁদে ফেলে পাচারের চেষ্টা করছিল। এরপর ওকে কোচবিহারে ডাকলে ও সেখানে চলে আসে। এরপর ওকে ধরা হয়। ওর কাছে অনেক টাকা ছিল। কিসের টাকা তা নিয়ে তদন্ত করা উচিত।’

অভিযুক্ত রেজাউল যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল না। খারাপ কোনও উদ্দেশ্যও ছিল না। আমি এখানে দেখা করতে এসেছিলাম। আমাকে মারধর করা হয়েছে।’ পুলিশের তরফে জানা গিয়েছে, যুবককে আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আসল ঘটনা।

POST A COMMENT
Advertisement