scorecardresearch
 

Sandakphu Tourist Died: সান্দাকফুতে শ্বাসকষ্টেই মৃত্যু কলকাতার পর্যটকের? স্বাস্থ্যবিধি লাগুর ভাবনা দার্জিলিং প্রশাসনের

Sandakphu Tourist Died: দার্জিলিং সদরের মহকুমাশাসক রিচার্ড লেপচা সংবাদমাধ্যমকে জানান, "সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ প্রশাসনের তরফে জিটিএ'র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য একটি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে তা লাগু করা হবে।"

Advertisement
সান্দাকফুতে শ্বাসকষ্টেই মৃত্যু কলকাতার পর্যটকের? স্বাস্থ্যবিধি লাগুর ভাবনা দার্জিলিং প্রশাসনের সান্দাকফুতে শ্বাসকষ্টেই মৃত্যু কলকাতার পর্যটকের? স্বাস্থ্যবিধি লাগুর ভাবনা দার্জিলিং প্রশাসনের

Sandakphu Tourist Died: চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার। সান্দাকফু ভ্রমণে গিয়ে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। এর আগে গত ২৬ মে উত্তর দিনাজপুরের এক পর্যটকেরও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়। এদিন এই পর্যটকেরও মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত কারণে বলে জানা গিয়েছে। আগের মৃত্য়ু থেকে শিক্ষা না নিয়ে ফের একই ঘটনার পুনরাবৃত্তি কেন হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় পর্যটকমহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর সান্দাকফু ভ্রমণে আতঙ্ক তৈরি হতে পারে পর্যটকদের মধ্যে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। এমনকী এতে বিরূপ প্রভাবও পড়তে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পর্যটকের নাম আশিস ভট্টাচার্য (৫৮)। তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ অধিক উচ্চতায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । তাঁর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। সান্দাকফু-সহ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের শারিরীক পরীক্ষানিরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নিয়ম লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দার্জিলিং সদরের মহকুমাশাসক রিচার্ড লেপচা সংবাদমাধ্যমকে জানান, "সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ প্রশাসনের তরফে জিটিএ'র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য একটি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে তা লাগু করা হবে।"

আরও পড়ুন

জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে পাহাড়ে বেড়াতে আসেন ওই ব্যক্তি ৷ ১৯ নভেম্বর তাঁরা সান্দাকফু বেড়াতে যান। দার্জিলিং থেকে ৪৩ কিলোমিটার দূরে ধোত্রেতে তাঁরা রাতে থাকার ব্যবস্থা করেন। সেখানে আশিসবাবুর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় ৷ তাঁকে দ্রুত সেখান থেকে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের পর বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা দেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন। 

Advertisement

এর আগে চলতি বছরের ২৬ মে উত্তর দিনাজপুরের এক পর্যটকেরও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়। ২০২২ সালে অক্টোবর মাসে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়।পর্বতারোহীরা জানিয়েছেন, পাহাড়ে আচমকা বেশি উচ্চতায় শারীরিক সমস্যা হতেই পারে। অনেক সময়েই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার (অ্যাক্লাইম্যাটাইজেশন) অসুবিধা হয়। তবে সান্দাকফু বা ফালুটের উচ্চতায় মৃত্যু সাধারণত হওয়ার কথা নয়। তবে কারও আগে থেকে শারীরিক কোনও সমস্য়া থাকলে এ ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ কারণের শারীরিক পরীক্ষা করা দরকার।

 

Advertisement