Dhupguri Accident Death 3: বিসর্জনের রাতে মৃত্যুর ছায়া, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত ৩

Dhupguri Accident Death 3: ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, ধূপগুড়ির ২ নম্বর সেতুর লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ি আচমকা স্পিড ব্রেকার টপকে নিয়ন্ত্রণ হারায়।

Advertisement
বিসর্জনের রাতে মৃত্যুর ছায়া, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত ৩বিসর্জনের রাতে মৃত্যুর ছায়া, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত ৩

বিজয়ার সন্ধ্যায় উৎসবের মিছিল বদলে গেল বিষাদের ছায়ায়। ধূপগুড়ির বিসর্জনের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ঢুকে পড়ে দোকানের ভিতরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত কমপক্ষে তিন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, ধূপগুড়ির ২ নম্বর সেতুর লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ি আচমকা স্পিড ব্রেকার টপকে নিয়ন্ত্রণ হারায়। সোজা ঢুকে পড়ে একটি দোকানে। দোকানের ভিতরে থাকা ক্রেতা ও বিক্রেতাদের গাড়িটি ধাক্কা মারে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত অবস্থায় আরও এক জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি তাঁকেও। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনও আহত হন।

দুর্ঘটনার পরই এলাকায় ছুটে আসে ধূপগুড়ি দমকল ও পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তিনজনকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ির এসডিপিও গেলসেন লেপচা এবং আইসি অনিন্দ্য ভট্টাচার্য। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত জানান, ‘‘তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বেপরোয়া গতিতেই চালানো হচ্ছিল গাড়িটি। চালক নিজেও আহত। গাড়িটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ বিসর্জনের ঢাকের শব্দ থেমে গিয়েছে ধূপগুড়ির ওই এলাকায়। আনন্দের উৎসব এখন শুধুই শোকের ছায়া।


 

POST A COMMENT
Advertisement