Pankhabari Accident Death: পাহাড়ে পাঙ্খাবাড়ি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ১৫০ ফুট নীচে গাড়ি, মৃত্যু দুই যুবকের

Pankhabari Accident Death: মৃত দুই জনের নাম রাজেশ পাশোয়ান ও সুমিত সিংহ। দু’জনেই নকশালবাড়ির বাসিন্দা। জানা গিয়েছে, পাঁচ জন তরুণ শনিবার সকালে একটি ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে বাড়ি ফিরছিলেন। পাঙ্খাবাড়ির ওই দুর্গম পাহাড়ি মোড়েই ঘটে যায় বিপর্যয়।

Advertisement
পাহাড়ে পাঙ্খাবাড়ি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ১৫০ ফুট নীচে গাড়ি, মৃত্যু দুই যুবকেরপাহাড়ে পাঙ্খাবাড়ি রোডে ভয়াবহ দুর্ঘটনা, ১৫০ ফুট নীচে গাড়ি, মৃত্যু দুই যুবকের

Pankhabari Accident Death: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। শনিবার সকালে দার্জিলিং থেকে নকশালবাড়ি ফেরার পথে পাঙ্খাবাড়ির কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত দুই জনের নাম রাজেশ পাশোয়ান ও সুমিত সিংহ। দু’জনেই নকশালবাড়ির বাসিন্দা। জানা গিয়েছে, পাঁচ জন তরুণ শনিবার সকালে একটি ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে বাড়ি ফিরছিলেন। পাঙ্খাবাড়ির ওই দুর্গম পাহাড়ি মোড়েই ঘটে যায় বিপর্যয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। দেখা যায়, গাড়িটি প্রায় গুঁড়িয়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে গাড়ির গতি অনেকটা বেশি ছিল। যদিও মেকানিক্যাল ত্রুটি নাকি ড্রাইভারের ভুল সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

দার্জিলিং ও সংলগ্ন এলাকায় গত দু’দিন ধরে বৃষ্টি না থাকলেও পাহাড়ি রাস্তা সর্বদা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে পাঙ্খাবাড়ির দিকের এই অংশে আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের এক কর্তা বলেন, “রাস্তা খাড়া ও আঁকাবাঁকা। একটু ভুল হলেই বিপদ ঘটে যায়। গাড়ি চালানোর সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন প্রয়োজন ”

উত্তরবঙ্গের পাহাড় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে এসে রাস্তা মেরামত ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছিলেন। তবুও শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে, পাহাড়ি পথে যাত্রীদের নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত?

 

POST A COMMENT
Advertisement