Siliguri Bagdogra Accident: কালিম্পংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত দক্ষিণেশ্বরের যুবক, জখম পরিবারের আরও ২

কিছুক্ষণ আগেই যাঁরা হইহই করে পাহাড় দেখার আনন্দের কল্পনায় বুঁদ ছিলেন, তাঁরাই এখন হাসপাতালের মৃত্যুশয্যায় লড়াই করছেন জীবন-মরণের সঙ্গে। একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সেটাও সকলে এখনও জানেন না হয়তো। শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

Advertisement
কালিম্পংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত দক্ষিণেশ্বরের যুবক, জখম পরিবারের আরও ২

Siliguri Bagdogra Accident: ভ্রমণের আনন্দ বদলে গেল মর্মান্তিক বিষাদে। এমন বিষাদ, যে জীবনে আর ঘুরতে যেতে চাইবেন কি না, পরিবারের সদস্যরা সন্দেহ থেকেই যায়। কিছুক্ষণ আগেই যাঁরা হইহই করে পাহাড় দেখার আনন্দের কল্পনায় বুঁদ ছিলেন, তাঁরাই এখন হাসপাতালের মৃত্যুশয্যায় লড়াই করছেন জীবন-মরণের সঙ্গে। একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সেটাও সকলে এখনও জানেন না হয়তো। শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

বড়দিনের ছুটিতে সপরিবারে কালিম্পং যাচ্ছিলেন কলকাতার দক্ষিণেশ্বরের একটি পরিবার। যাওয়ার পথে শিলিগুডির বাগডোগরার গোঁসাইপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরার গোঁসাইপুরের ‘এশিয়ান হাইওয়ে ২’ সড়কে কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইন্দ্রাশিস চক্রবর্তী। বাড়ি দক্ষিণেশ্বরে। গুরুতর আহত অবস্থায় আরও ২ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কালিম্পংয়ের চুইখিমে বোলেরো গাড়িতে চেপে যাচ্ছিলেন তাঁরা। সেখানে তাঁদের একটি বাড়ি রয়েছে। গাড়িতে চালক-সহ ৭ জন ছিলেন। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে বাগডোগরার গোঁসাইপুরের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাতে মৃত্যু হয় ইন্দ্রাশিসের। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গাড়িটিকেও আটক করা হয়েছে।

জানা গিয়েছে আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

 

POST A COMMENT
Advertisement