Alipurduar Suicide: কাকাশ্বশুরের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। সেই অশান্তির জেরেই আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনায় ব্যাপক উত্তেজনা আলিপুরদুয়ারের শালকুমার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা চাইছেন অভিযুক্ত কাকার কঠোর শাস্তি হোক।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার ২ গ্রাম পঞ্চায়েতের কলাবাড়িয়া গ্রামে। স্থানীয় বাসিন্দা নরেন রায় ও সাবিত্রী রায়ের এক ছেলে ও মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে এক বছর আগে। মৃতার স্বামীর অভিযোগ, প্রতিবেশী কাকার ভুটভুটি গাড়ি বরাত নিয়ে চালান নরেন। সেই সূত্রে কাকার যাতায়াত ছিল তাঁদের বাড়িতে।
স্থানীয় সূত্রের খবর, গতকাল সেই কাকার সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেন নরেন রায়। তা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়া চলাকালীন স্ত্রীকে মারধর করেন বলে জানা গিয়েছে। এরপরই সাবিত্রী রায় বাড়ি ছেড়ে পাশের জঙ্গলে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন মৃতার স্বামী। চোখজল আত্মীয়-পরিজনদের। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ প্রতিবেশী কাকা। মোবাইলও সুইচ অফ। যদিও প্রতিবেশীরা দাবি করেছেন তাঁদের দু’জনের সম্পর্ক দীর্ঘ ৫-৬ ধরে। এ নিয়ে নরেন রায়কে সাবধানও করেছিলেন। কিন্তু তিনি তা বিশ্বাস করতেন না। গতকাল নিজে দেখার পর তিনি ক্ষিপ্ত হয়ে যান।