জলপাইগুড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, মর্মান্তিক পরিণতি ঘিরে ধোঁয়াশাJalpaiguri Couple Death: জলপাইগুড়ির অমরখানায় দম্পতির রহস্যময় মৃত্যু। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় বৃহস্পতিবার ভোরে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত স্বামী সঞ্জিত রায় (২২) ও স্ত্রী কাকলি রায় (২০)-এর দেড় বছরের বিবাহিত জীবনে এমন পরিণতিতে হতবাক এলাকাবাসী।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে সঞ্জিতের বাবা সত্যেন রায় ও মা সাধনা রায় এক আত্মীয়র বিয়েতে যান। সন্ধ্যায় সঞ্জিত ও কাকলিরও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা আর যাননি। রাতে বাড়ি ফিরে বৌমার মোবাইল উঠোনে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ঘরের আলো জ্বললেও দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করা হয়। কোনও সাড়া না পেয়ে সঞ্জিতের মা দরজার নিচ দিয়ে উঁকি মারলে দেখেন ছেলে ও বৌমার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল না। বরং তাঁরা সুখেই থাকতেন। এলাকার এক বাসিন্দা বলেন, “ওদের দেখলে বোঝাই যেত কত ভালো সম্পর্ক। এখনো বিশ্বাস করতে পারছি না।”
দুই জনেরই গলায় একই দড়ি পেঁচানো ছিল। দ্রুত দরজা ভেঙে তাঁদের নামিয়ে আনা হলেও তাঁরা মারা গিয়েছেন বলে জানা যায়। মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ দেহ দুটি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তবে তদন্তকারী অফিসার জানিয়েছেন, আত্মহত্যা না পরিকল্পিত কিছু—সেটা খতিয়ে দেখা হচ্ছে। মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, অথবা বাইরের কারো প্ররোচনা—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।