Coronation Bridge: ডিসেম্বরেই টেন্ডার, সেবকের ঐতিহাসিক 'বাঘপুল'কে বাঁচাতে বিকল্প সেতু কেন্দ্রের

Coronation Bridge: সাংসদ বিস্তা জানান, এনএইচএআই আধিকারিকদের সঙ্গে বৈঠক ও সাইট ভিজিটে তিনি জানতে পারেন যে এই বিকল্প সেতুটি বৃহত্তর পরিকল্পনার অংশ, এর মধ্যে রয়েছে সিলিগুড়ি রিং রোড এবং শিলিগুড়ি–গোরখপুর এক্সপ্রেসওয়ে। তিনি বলেন, “আমাদের স্বপ্নের প্রকল্প শিলিগুড়ি রিং রোডও ধীরে ধীরে এগোচ্ছে।”

Advertisement
ডিসেম্বরেই টেন্ডার, সেবকের ঐতিহাসিক 'বাঘপুল'কে বাঁচাতে বিকল্প সেতু কেন্দ্রেরডিসেম্বরেই টেন্ডার, সেবকের ঐতিহাসিক 'বাঘপুল'কে বাঁচাতে বিকল্প সেতু কেন্দ্রের

Coronation Bridge: দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, বহু প্রতীক্ষিত করোনেশন ব্রিজের বিকল্প সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই শুরু হবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের পরিকাঠামোগত ঘাটতি দূর করতে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বহুদিন ধরেই এলেনবাড়ি থেকে সেবক সংযোগকারী করোনেশন ব্রিজের বিকল্প সেতু নির্মাণ স্থানীয় মানুষের দাবি ছিল। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য ১,১৯০ কোটি টাকা বরাদ্দ করলেও দপ্তরগত জটিলতায় কাজ শুরু হতে দেরি হচ্ছিল। ওই অংশটি এতদিন পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-NH ডিভিশনের অধীনে ছিল। অবশেষে সেটি আনুষ্ঠানিকভাবে এনএইচএআই (NHAI)-এর হাতে হস্তান্তর হয়েছে।

সাংসদ বিস্তা জানান, এনএইচএআই আধিকারিকদের সঙ্গে বৈঠক ও সাইট ভিজিটে তিনি জানতে পারেন যে এই বিকল্প সেতুটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মধ্যে রয়েছে সিলিগুড়ি রিং রোড এবং শিলিগুড়ি-গোরখপুর এক্সপ্রেসওয়ে। তিনি বলেন, “আমাদের স্বপ্নের প্রকল্প শিলিগুড়ি রিং রোডও ধীরে ধীরে এগোচ্ছে।”

ডিসেম্বরেই টেন্ডার হলে, তার পরই দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদী সাংসদ। করোনেশন ব্রিজ দার্জিলিং, কালিম্পং, সিকিম, সিলিগুড়ি, ডুয়ার্স এবং উত্তর-পূর্ব ভারতের সংযোগের অন্যতম প্রধান সেতু। নতুন সেতুটি তৈরি হলে বর্তমান সেতুর উপর চাপ অনেকটাই কমবে।

এই প্রকল্পের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংস্থার লড়াইয়ের কথা উল্লেখ করে বিস্তা তাঁদের ধন্যবাদ জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

 

POST A COMMENT
Advertisement