
Landslide-hit road in North Sikkim after heavy rainfall, debris blocking the main highway to Siliguriপ্রবল বৃষ্টিতে সিকিমের অবস্থা শোচনীয়। বিশেষ করে নর্থ সিকিম বা উত্তর সিকিমে পরিস্থিতি ভয়াবহ। দেড় হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত লাচেনে ১১৫ জন এবং লাচুংয়ে প্রায় ১৩৫০ জন পর্যটক আটকে রয়েছেন।
সব পর্যটককে হোটেলে থাকার পরামর্শ
মঙ্গন জেলার পুলিশ সুপার সোনম দেতচু ভুটিয়া জানিয়েছেন, ধসের কারণে লাচেন ও লাচুং-এর দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সাঁকোলাং সেতু ভেঙে যাওয়ায় মূল সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার উপর, যেসব জায়গায় ধস নেমেছে, সেখানে উদ্ধারকারী দল পৌঁছতেও সময় লাগছে। প্রশাসনের তরফ থেকে সব পর্যটককে হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু পর্যটকও রয়েছেন বলে খবর। আপাতত সবাই সুরক্ষিত রয়েছেন এবং খাবার ও প্রাথমিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর সিকিম ও সংলগ্ন এলাকায় আরও বৃষ্টি হতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মঙ্গান থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

সিকিম থেকে শিলিগুড়ি নামার জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ। এখন প্রশ্ন হল, আটকে পড়া পর্যটকদের জন্য শিলিগুড়ি নামার বিকল্প রাস্তা কী কী রয়েছে। একটু সময় বেশি লাগলেও, শিলিগুড়ি নামা যাবে, ওই বিকল্প রাস্তাগুলি দিয়ে।
সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কিছু বিকল্প রাস্তা রয়েছে।
১. সেবক হয়ে ডুয়ার্স: শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সের রাস্তা দিয়ে যেতে পারেন। এই রাস্তাটি বাঁকতে বাঁকতে পাহাড়ি পথ ধরে গেছে, যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভাল।
২. আলগাড়া-লাভা পথ: এই পথটি শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত, এবং এটি একটি বিকল্প রাস্তা হিসাবে ব্যবহৃত হয়।
৩. দার্জিলিং হয়ে কালিম্পং: দার্জিলিং, পানবু এবং কালিম্পং হয়েও সিকিমে যাওয়া যায়। তবে এই রাস্তাটি একটু দীর্ঘ এবং সময় সাপেক্ষ।
৪. ৭১৪ জাতীয় সড়কছ: শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য একটি নতুন বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে, যা ৭১৪ জাতীয় সড়ক নামে পরিচিত। এই রাস্তাটি তৈরি হলে আরও সহজে এবং দ্রুত সিকিম থেকে শিলিগুড়ি যাওয়া যাবে।
এছাড়াও, স্থানীয় পরিবহণ, যেমন ট্যাক্সি বা অন্য কোনও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে, এই পথগুলি ব্যবহার করে সিকিম থেকে শিলিগুড়ি যাওয়া যেতে পারে।