শিলিগুড়িতে ভয়াবহ ঘটনা। চা বাগানে সহকারী ম্যানেজারের দু'টুকরো দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া এলাকার ঘটনা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় ভিড় জমে যায়। কিন্তু কীভাবে কে তাঁকে খুন করল তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
চা বাগানে কুপিয়ে খুন করা হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। ফাঁসিদেওয়ার জয়ন্তিকা চা বাগানের ঘটনা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সহকারী ম্যানেজার নীলাঞ্জন ভদ্র (৪৮) মোটরসাইকেল নিয়ে বাগানের ১২ নম্বর সেকশন দিয়ে যাচ্ছিলেন। পথে কোনও ফোন চলে আসায় তিনি তা ধরবেন বলে দাঁড়িয়ে পড়েন। ঠিক তখনই চা গাছ প্রুনিং করার কাটারি দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। একাধিকবার কোপানোয় তার শরীর দু’টুকরো হয়ে যায়।
মৃত নীলাঞ্জন ভদ্রের বাড়ি আলিপুরদুয়ারের (Alipurduar) হ্যামিলটনগঞ্জে। কে বা কারা তাঁকে খুন করল এখনও জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে। জয়ন্তিকা চা বাগানটি জয়শ্রী গ্রুপের বাগান। এমনিতে বাগানটিতে কোনও শ্রমিক অসন্তোষ ছিল না। স্বাভাবিক কাজকর্মই চলছিল। ফলে ঠিক কোন কারণে সহকারী ম্যানেজারকে এমন নৃশংসভাবে খুন হতে হল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।