Bangaledeshi Arrested With Fake Adhar Card: জাল আধার কার্ড নিয়ে ভারত হয়ে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার বাংলাদেশি

Bangaledeshi Arrested With Fake Adhar Card: এসএসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নেপালের কাঠমান্ডুতে দর্জির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতকে শনিবার গভীর রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। রবিবার ওই বাংলাদেশিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Advertisement
জাল আধার কার্ড নিয়ে ভারত হয়ে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার বাংলাদেশিজাল আধার কার্ড বানিয়ে ভারত হয়ে নেপালে প্রবেশের চেষ্টা, শিলিগুড়ি সীমান্তে গ্রেফতার বাংলাদেশি

Bangaledeshi Arrested With Fake Adhar Card: শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। ওই যুবক নেপালে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় এসএসবি জওয়ানরা তাকে গ্রেফতার করে। সে ভারতীয় পরিচয় দিয়ে নেপালে ঢোকার চেষ্টা করছিল। তার কাছ থেকে নকল ভারতীয় আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নকল আধার কার্ডের চক্রের খোঁজ করছে পুলিশ।

এসএসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নেপালের কাঠমান্ডুতে দর্জির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতকে শনিবার গভীর রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। রবিবার ওই বাংলাদেশিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম রাতুল খান। শনিবার খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের (India-Nepal Border) পানিট্যাঙ্কি বর্ডার দিয়ে ভারত থেকে নেপালে যাচ্ছিলেন ওই বাংলাদেশি। সেই সময় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপারের সময় কর্তব্যরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। এরপরই তাঁকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র।

এমনকি বাংলাদেশের পরিচয়পত্রে ওই তরুণের নাম মহম্মদ মানিক। অর্থাৎ একই ব্যক্তির দুই নাম। তবে এসএসবির জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছেন যে তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক। বাড়ি সে দেশের লালমনিরহাট এলাকায়। ধৃতের হেপাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড (Fake Aadhaar Card) উদ্ধার করা হয়েছে।

ধৃত বাংলাদেশি জেরায় জানিয়েছে, গত ২২ অগাস্ট এক বাংলাদেশি দালালের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। এরপর মোটা টাকার বিনিময়ে পানিট্যাঙ্কি এলাকার দুই দালালের মাধ্যমে ভারতীয় জাল নথি তৈরি করেন। পরে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের চেষ্টার সময়ই এসএসবির হাতে ধরা পড়ে যান ওই তরুণ।

 

POST A COMMENT
Advertisement