জাল আধার দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি যুবক

ভুয়ো আধার কার্ড বানিয়ে গ্রেফতার বাংলাদেশি যুবক। ওই ভুয়ো আধার কার্ড দেখিয়ে কোচবিহারের চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক। তাতেই সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় বাংলাদেশের বগুড়া জেলায় তার বাড়ি।

Advertisement
জাল আধার দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি যুবক চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি যুবক

ভুয়ো আধার কার্ড বানিয়ে গ্রেফতার বাংলাদেশি যুবক। ওই ভুয়ো আধার কার্ড দেখিয়ে  কোচবিহারের চ্যাংড়াবান্ধা  চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক। তাতেই সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় বাংলাদেশের বগুড়া জেলায় তার বাড়ি। মহম্মদ আবু বক্কর নামে ওই যুবক চোরাপথে ভারতে প্রবেশ করে। বছরখানেক ধরে নদিয়াতে বসবাস করছিল।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার, ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে চ্যাংড়াবান্ধা ইমিগ্ৰিয়েশন চেকপোস্টে। 

জানা যায়, এক ব্যক্তি বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে একটি ভারতীয় আধার কার্ড  নিয়ে আসে। তবে চ্যাংড়াবান্ধা ইমিগ্ৰেশন চেকপোস্টের কর্মরত কর্মীরা ওই ব্যক্তির কাছে থাকা আধার কার্ড অবৈধ তা বুঝতে পারেন। তারপরেই ওই ব্যক্তিকে আটক করে রাখেন চ্যাংড়াবান্ধা ইমিগ্ৰিয়েশন চেকপোস্টের কর্মীরা। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়।  পরবর্তীতে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে গেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম মহম্মদ আবু বক্কর সিদ্দিক। ধৃতের বয়স ২২ বছর।  সে  বাংলাদেশের বগুরা জেলার বড় তালেশ্বরের বামনা এলাকার কালাইয়ার স্থানীয় বাসিন্দা। সূত্রের খবর, দীর্ঘ এক বছর আগে মহম্মদ আবু বক্কর সিদ্দিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপরেই সে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার দেবনাথ পাড়ায় বসবাস করতে শুরু করে। ওই ব্যক্তি শ্রমিকের কাজ করতো দীর্ঘদিন ধরেই। ধৃতকে সোমবার মহকুমা আদালতে হয়। আদালত ওই বাংলাদেশিকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।  ঘটনা প্রসঙ্গে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন ,এক বাংলাদেশিকে চ্যাংড়াবান্ধা ইমিগ্ৰিয়েশন চেকপোস্ট থেকে গ্ৰেফতার করা হয়েছে। আদালত ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কবে কীভাবে সে ভারতে প্রবেশ করল তার তদন্ত শুরু হয়েছে।

রিপোর্টারঃ মনসুর হাবিবুল্লাহ
 

Advertisement

POST A COMMENT
Advertisement