Mamata Banerjee on Waqf Act: সম্পত্তি নথিভূক্তও চলছে, আজ আবার মমতা হুঁশিয়ারিও দিলেন, ওয়াকফ ঘিরে 'ধোঁয়াশা'

গাজোলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'কোনও কোনও সাম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভেদ করছে, ওয়াকফ আইন বিজেপি তৈরি করেছে, আমরা করিনি, আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি। , সুপ্রিম কোর্টে কেস করেছি, আমরা যতদিন আছি, আমি কাউকে হাত দিতে দেব না, মাজার থানে হাত দিতে দেব না, আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমি সব ধর্মকে ভালবাসি।'

Advertisement
সম্পত্তি নথিভূক্তও চলছে, আজ আবার মমতা হুঁশিয়ারিও দিলেন, ওয়াকফ ঘিরে 'ধোঁয়াশা'ওয়াকফ নিয়ে মালদা থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে তোলার সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট  এই সম্পত্তির হিসেব কেন্দ্রীয় 'উমিদ' পোর্টালে তোলা বাধ্যতামূলক। পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার শেষ তারিখ আগামী ৫ ডিসেম্বর। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও শাস্তি দেওয়া হতে পারে। আর এই আবহেই মালদার গাজোলের সভা থেকে ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গাজোলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'কোনও কোনও সাম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভেদ করছে, ওয়াকফ আইন বিজেপি তৈরি করেছে, আমরা করিনি,  আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি। , সুপ্রিম কোর্টে কেস করেছি, আমরা যতদিন আছি, আমি কাউকে হাত দিতে দেব না, মাজার থানে হাত দিতে দেব না,  আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না।  আমি সব ধর্মকে ভালবাসি।' 

প্রসঙ্গত, গত এপ্রিলে  রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন। সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছিলেন তিনি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে দাঙ্গার মাধ্যমে সমাজের ক্ষতি করছে। যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলে সেইসময়ও  মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, রাজ্য সরকার এই আইনটিকে কোনোভাবেই সমর্থন করে না। তবে কেন্দ্রের নতুন ওয়াক্‌ফ আইন  মানতে প্রথমে অস্বীকার করলেও শেষে রাজ্যের ওয়াক্‌ফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতার এদিনের বক্তব্যের পর ওয়াকফ নিয়ে রাজ্যের অবস্থানে ফের ধোঁয়াশা তৈরি হল।

এদিন ওয়াকফের পাশাপাশি SIR  প্রসঙ্গে নাম না করে মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভাবছেন গায়ের জোরে সব কিছু করবেন। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, মানুষই কিন্তু শেষ কথা বলে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।' এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মমতা। তিনি জানান, তাড়াহুড়ো করে এসআইআর চালু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।’  তার পরেই রাজ্যবাসীরে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না।’ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘এসআইআরে ফর্ম পূরণ করুন। নয়তো আপনাদের নাম কেটে দেবে। পরিযায়ী শ্রমিকদেরও বলছি ফর্ম পূরণ করতে।’ 

Advertisement

POST A COMMENT
Advertisement