BJP Inner Clash Malda: চাঁচলের আশ্রমপাড়া এলাকায় বিজেপির গোষ্ঠীসংঘর্ষে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার রাত প্রায় একটার সময় দুই বিজেপি নেতার অনুগামীদের মধ্যে এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। পুলিশ ঘটনার জেরে পাঁচজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রের খবর, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা এবং থানাপাড়া বুথের সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকারের স্বামী সুমিত সরকারের মধ্যে পুরনো রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময় ভোটের টিকিট না পাওয়া নিয়ে শুরু হওয়া সেই বিবাদই সংঘর্ষের জেরে পরিণত হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুই পক্ষ নিজেদের অনুগামীদের নিয়ে আশ্রমপাড়ায় মুখোমুখি হয়। বচসা গড়ায় হাতাহাতি ও সংঘর্ষে। গুরুতর আহত হন প্রসেনজিৎ শর্মা। তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমিত সরকার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুই পক্ষ মিলিয়ে অন্তত ৭ জন আহত হয়েছেন।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জয়ন্ত দাস। একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তিনি সংঘর্ষের সময় সুমিত সরকারের পক্ষ নিয়ে প্রসেনজিৎ শর্মার উপর চড়াও হচ্ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে জয়ন্ত দাস ঘটনার পর থেকেই পলাতক।
ঘটনার পর বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অভিষেক সিংহানিয়া জানান, “ঠিক কী নিয়ে বিবাদ হয়েছে, দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।” যদিও দুই পক্ষের কেউই এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
তবু চাঁচল থানার পুলিশ নিজের উদ্যোগেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।