Aanant Maharaj Car Accident: দুর্ঘটনাগ্রস্ত BJP সাংসদ অনন্ত মহারাজের গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা

Aanant Maharaj Car Accident: এদিন জাতীয় সড়কের ধারে এক গালামালের দোকানে ঢুকে যায় গাড়িটি। সেইসময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন নিজেকে অনন্ত মহারাজের ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক।

Advertisement
দুর্ঘটনাগ্রস্ত BJP সাংসদ অনন্ত মহারাজের গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কাদিল্লি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল অনন্ত মহারাজের গাড়ি

Aanant Maharaj Car Accident:দুর্ঘটনার কবলে বিতর্কিত বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের (Anant Maharaj) গাড়ি। শনিবার ভোরে জলপাইগুড়ির জেলার ধূপগুড়িতে দুর্ঘটনাটি ঘটে। যদিও গাড়িতে এদিন অনন্ত ছিলেন না। তবে ছিলেন অনন্তর সংগঠন গ্রেটার কোচবিহার পিপলস অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক নমিতা বর্মন ও আরও একজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, এদিন গাড়িতে সওয়ার যাত্রীরা জানান, দিল্লি থেকে সড়কপথে কোচবিহার ফিরছিলেন তাঁরা। পথে চালকের চোখ ঘুমে ঢলে পড়ে। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর না হলেও দুর্ঘটনায় আঘাত পান ওই মহিলা যাত্রী গ্রেটার কোচবিহার পিপলস অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক নমিতা বর্মন।

এদিন জাতীয় সড়কের ধারে এক গালামালের দোকানে ঢুকে যায় গাড়িটি। সেইসময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন নিজেকে অনন্ত মহারাজের ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বর্মন জানান, এদিন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে৷ তাতেই ঘুম ভেঙে যায় তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে ভিড় জমতেই এক অজ্ঞাতপরিচয় যুবকের বাইকে চেপে উধাও হয়ে যান ওই মহিলা। গাড়িতে একাধিক বড় ব্যাগ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement