RaJu Bista Attacked: রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে হামলা, 'আলোচনা ভেস্তে দিতে চক্রান্ত', দাবি সাংসদের

RaJu Bista Attacked: সাংসদের দাবি, এই হামলার সময়কাল অত্যন্ত সন্দেহজনক। কারণ, অল্প কিছুদিন আগেই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা হয়েছে। রাজু বিস্তার বক্তব্য, “এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। এটা নিছক একটি আকস্মিক ঘটনা নয়, বরং পাহাড়ের শান্তি নষ্ট করার ষড়যন্ত্র।” 

Advertisement
রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে হামলা, 'আলোচনা ভেস্তে দিতে চক্রান্ত', দাবি সাংসদেররাজু বিস্তার কনভয় লক্ষ্য করে হামলা, 'আলোচনা ভেস্তে দিতে চক্রান্ত', দাবি সাংসদের

Raju Bista Attacked: দার্জিলিংয়ের সুখিয়াপোখরির কাছে মাজধুরা এলাকায় সাংসদ রাজু বিস্তার কনভয়ের ওপর হামলার অভিযোগ।ফেসবুকে নিজেই সেই খবর জানিয়েছেন সাংসদ। শনিবার তিনি পাহাড়ে জনসংযোগ কর্মসূচিতে ছিলেন। সেখানেই তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা। এই হামলায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলে দীর্ঘ বিবৃতি পোস্ট করেছেন।

রাজুবাবু লেখেন, “আজ মাজধুরা এলাকায় আমার কনভয়ে কিছু অজ্ঞাত দুষ্কৃতী হামলা চালায়। যদিও তারা আমাকে লক্ষ্য করে হামলা করেছিল, মূল আঘাতটি পড়ে আমার পেছনে থাকা গাড়িতে।”সাংসদের দাবি, এই হামলার সময়কাল অত্যন্ত সন্দেহজনক। কারণ, অল্প কিছুদিন আগেই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা হয়েছে। রাজু বিস্তার বক্তব্য, “এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। এটা নিছক একটি আকস্মিক ঘটনা নয়, বরং পাহাড়ের শান্তি নষ্ট করার ষড়যন্ত্র।” 

তিনি আরও লেখেন, “যাঁরা কলকাতার প্রতি অনুগত, তাঁরা যদি মনে করেন এই ধরনের হামলা আমাদের মনোবল দুর্বল করবে, তাঁরা ভুল ভাবছেন। আমরা ভীত নই। বরং এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবল আরও দৃঢ় করেছে।”

সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ যারা শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তাদের আমি সতর্ক করছি — আমরা তোমাদের নোংরা চক্রান্ত সফল হতে দেব না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাব, এবং পৃথিবীর কোনও শক্তিই আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শুভেন্দু অধিকারীর টুইট
 

 

POST A COMMENT
Advertisement