BJP MP Khagen Murmu: খগেনকে মারল কারা? অবশেষে এই দু'জন গ্রেফতার, বাকিদের খুঁজছে পুলিশ

রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে দেখতে গিয়েছিলেন খগেনকে। বুধবার তিনি জানান, ওই হামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
খগেনকে মারল কারা? অবশেষে এই দু'জন গ্রেফতার, বাকিদের খুঁজছে পুলিশবিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলায় গ্রেফতার
হাইলাইটস
  • ধৃত দু’জনের নাম, পরিচয় পুলিশ জানায়নি
  • খগেন হামলা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস
  • রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর রক্তক্ষয়ী হামলায় অবশেষে গ্রেফতার ২। ওই ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জন এখনও পলাতক। গত সোমবার নাগরাকাটায় বিপর্যয় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। তখনই প্রাণঘাতী হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। শঙ্কর ঘোষের তেমন কিছু লাগেনি। তবে বিজেপি সাংসদ খগেন মুর্মুর একেবারে রক্তাক্ত অবস্থা হয়। চোখের নীচে দেখা যায়, গলগল করে রক্ত পড়ছে। 

ধৃত দু’জনের নাম, পরিচয় পুলিশ জানায়নি

এই ঘটনায় ৪৮ ঘণ্টা পর অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাগরাকাটা ও জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, আকরামূল হক ও গোবিন্দ শর্মা।

ধৃত আকরামূল হক ও গোবিন্দ শর্মা
ধৃত আকরামূল হক ও গোবিন্দ শর্মা

খগেন হামলা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে দেখতে গিয়েছিলেন খগেনকে। বুধবার তিনি জানান, ওই হামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির দাবি, খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙেছে। একটি এক্স রে প্লেটও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোখের নীচে হাড়ে ফাটল। তবে ওই X Ray প্লেটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

রাজ্যপাল বলেন, 'রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। পশ্চিমবঙ্গে তা ভেঙে পড়ছে। একজন তফশিলি সাংসদকে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এভাবে তো চলতে পারে না। যারা অপরাধী তারা কোথায়? বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ গুন্ডাদের ভয় পাচ্ছে। আমরা তা সমর্থন করতে পারি না। রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। সবাইকে দুষ্কৃতীদের বিরুদ্ধে একজোট হতে হবে। যদি এই অরাজকতার মোকাবিলা না করা যায় তাহলে রাজ্যের মানুষই ফল ভোগ করবে, তাদের মূল্য চোকাতে হবে। সরকারকে পদক্ষেপ করতেই হবে।'গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement