Cooch Behar News: কোচবিহারে জুতোর মালা বিজেপির BLA-কে, বললেন,'মার খাওয়াল TMC নেতার ভাই BLO'

রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলছে এনুমারেশন ফর্ম বিলি। আর এসবের মধ্যেই বিজেপির BLA-কে জুতোর মালা পড়িয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার ছাটখাটের বাড়ি এলাকায় ।

Advertisement
কোচবিহারে জুতোর মালা বিজেপির BLA-কে, বললেন,'মার খাওয়াল TMC নেতার ভাই BLO'গলায় জুতোর মালা, কোচবিহারে SIR ফর্ম বিল করতে গিয়ে আক্রান্ত বিজেপির BLA


রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে।  চলছে এনুমারেশন ফর্ম বিলি। আর এসবের মধ্যেই  বিজেপির BLA-কে জুতোর মালা পড়িয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে  মাথাভাঙ্গার ছাটখাটের বাড়ি এলাকায় ।

SIR প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতোর মালা পড়ে গ্রামে ঘুরতে হল  বিজেপির এক বুথ লেভেল এজেন্টকে। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি  বিজেপির বিএলএ ২ কে মারধর করে জুতোর মালা পড়ানোর অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে।  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 

 বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিজেপি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। বিজেপির বিএলএ-২ নিবাস দাস দাবি করেছেন, এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও) এর সঙ্গে  দেখা করার পর তৃণমূল কংগ্রেসের (টিএমসি) দুষ্কৃতীরা তাকে আক্রমণ করেছে। তিনি বলেন, 'আমি বিএলওর সাথে কথা বলার পর গ্রামে যাই। যখন আমি একটি বাড়িতে পৌঁছাই যেখানে বিএলও উপস্থিত ছিলেন, তখন তৃণমূলের গুন্ডারা আমাকে লাথি ও থাপ্পড় মারে। তারপর তারা আমার গলায় জুতার মালা পরিয়ে দেয়। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।'এদিকে,  তৃণমূল কংগ্রেসের পাচাগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মণ বলেছেন,  অভিযোগগুলি ভিত্তিহীন। এমন কোনও ঘটনা ঘটেনি। বিজেপি কর্মী নিজেই প্রচার পাওয়ার জন্য এই অভিযোগগুলি করছেন।

এর আগেও রাজ্যের একাধিক অঞ্চল থেকে ফর্ম বিলি করতে গিয়ে বিরোধী দলের  বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে গ্রাউন্ড লেভেলে রাজ্য জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এনিউমারেশন ফর্ম নিয়ে বুথ লেভেল অফিসাররা (BLO) ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সঙ্গে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভে‍ল এজেন্টরাও (বিএলএ–২)। রাজ্যের বেশ কিছু জায়গায় শাসকদলের বিএলএ–২দের দাপাদাপির খবর সামনে এসেছে। যেমন— মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপির বিএলএ–২ রঞ্জিত মল্লিক। অভিযোগের তির তৃণমূলের দিকে। রঞ্জিতের দাবি, ‘SIR’ কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তাঁর উপরে হামলা চালায় তৃণমূল মদতপুষ্ট কিছু দুষ্কৃতী। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব‍্যারাকপুর থেকেa সামনে এসেছে অশান্তির খবর । ফর্ম বিলির সময় BLO (বুথ লেভেল অফিসার)-র সঙ্গে থাকা বিজেপির BLA-2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট-রা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । তাতে নাম জড়িয়েছে শাসকদলের । যদিও গেরুয়া শিবিরের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

Advertisement

POST A COMMENT
Advertisement