Buxa Royal Bengal Tiger: বক্সায় আবার দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, ধরা পড়ল গর্জনের আওয়াজও

Buxa Royal Bengal Tiger: বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সায় থাকা বর্তমান বাঘটির ছবি বিশ্লেষণের জন্য দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানকার বাঘ বিশেষজ্ঞরা ছবিগুলি খতিয়ে দেখে জানিয়েছেন, এই বাঘটি ২০২১ ও ২০২৩ সালে বক্সায় দেখা যাওয়া বাঘগুলির তুলনায় আকারে অনেকটাই বড়।

Advertisement
বক্সায় আবার দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, ধরা পড়ল গর্জনের আওয়াজওদেশের এই অরণ্যে ১২ হাজার ফুট উঁচুতে মিলল রয়্যাল বেঙ্গলের অস্তিত্ব

Buxa Royal Bengal Tiger: ১৫ জানুয়ারির পর থেকে এখনও বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার। বুধবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ চারটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া বাঘটির ছবি প্রকাশ করেছে। এই প্রথম বনকর্তারা দাবি করলেন, শুধু ছবি নয়। বাঘটির গর্জনও তাঁরা নিজের কানে শুনেছেন।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সায় থাকা বর্তমান বাঘটির ছবি বিশ্লেষণের জন্য দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানকার বাঘ বিশেষজ্ঞরা ছবিগুলি খতিয়ে দেখে জানিয়েছেন, এই বাঘটি ২০২১ ও ২০২৩ সালে বক্সায় দেখা যাওয়া বাঘগুলির তুলনায় আকারে অনেকটাই বড়। দেহের গঠন, চলাফেরার ভঙ্গি এবং শারীরিক বৈশিষ্ট্য দেখে এটিকে পূর্ণবয়স্ক ও সুস্থ পুরুষ বাঘ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাঘটির উপস্থিতিতে বক্সা জঙ্গলে স্বাভাবিকভাবেই নজরদারি আরও বাড়ানো হয়েছে। বনকর্মীরা নিয়মিত পায়ে হেঁটে ও ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘটির গতিবিধির উপর নজর রাখছেন। জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে, যাতে মানুষ অকারণে গভীর জঙ্গলের দিকে না যান।

বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণাণ পিজে বলেন, “এ বারের বাঘটি আকারে যেমন বিশাল, তেমনই তার চলাফেরায় রাজকীয় ছাপ স্পষ্ট। আমরা এখনও পর্যন্ত বাঘটিকে সরাসরি দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্র্যাপ ক্যামেরার ছবিতে তার উপস্থিতি নিয়মিত ধরা পড়ছে, যা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক।”

বাঘটির গর্জন শোনা যাওয়ার দাবি এবং নতুন ছবি প্রকাশ্যে আসার পর বক্সায় ফের রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী উপস্থিতি নিয়ে আশার আলো দেখছেন বন দফতরের কর্তারা।

 

POST A COMMENT
Advertisement