শিলিগুড়িতে গাঁজা, মালদায় ব্রাউন সুগার পাচার চক্র ফাঁস, গ্রেফতার মোট ৬

টিফিন বক্সে করে ব্রাউন সুগার পাচারের পথে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার দুপুরে ৫১২ এবং ১২ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালায় গাজোল থানার পুলিশ।

Advertisement
শিলিগুড়িতে গাঁজা, মালদায় ব্রাউন সুগার পাচার চক্র ফাঁস, গ্রেফতার মোট ৬

৫৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল বাগডোগরা থানার পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাগডোগরার কাছে মুনি চা বাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ। সেই সময় দু’টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালাতেই ৭টি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটগুলি কাগজে মুড়িয়ে টেপ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি প্যাকেটে ৭ থেকে ৮ কেজি গাঁজা ছিল। জানা গিয়েছে, ধৃতরা হল অনিল নমদাস, মোসলেম মিয়াঁ, অজয় বর্মন, বিকাশ বর্মন এবং জামিনুর মিয়াঁ। ধৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা শীতলকুচি থেকে কিশনগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল।

অন্যদিকে টিফিন বক্সে করে ব্রাউন সুগার পাচারের পথে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার দুপুরে ৫১২ এবং ১২ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালায় গাজোল থানার পুলিশ। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেই ধৃত যুবকের ব্যাগ থেকে উদ্ধার একটি টিফিন বক্স। টিফিন বক্স খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। সেখানে ছিল ৪১৪ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারদর আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকা। এরপরেই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোশারফ শেখ (২৫)। বাড়ি কালিয়াচক থানা এলাকার কিসমত নারায়ণপুর গ্রামে। সে ওই এলাকা থেকে ব্রাউন সুগারগুলি সংগ্রহ করে উত্তর দিনাজপুরের ডালখোলায় পাচারের পরিকল্পনা করেছিল। ধৃত যুবক কোথা থেকে এই নিষিদ্ধ মাদক সংগ্রহ করেছিল, বা কার কাছে বিক্রির পরিকল্পনা করেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে সোমবার পাঠানো হবে আদালতে।
 

 

POST A COMMENT
Advertisement