Darjeeling Tripartite Meeting: পাহাড়ে আদৌ গোর্খাল্যান্ড হবে? কোন দিকে এগোচ্ছে? ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্র

Darjeeling Tripartite Meeting: দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, তাঁকে বৈঠকে থাকতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২ এপ্রিল দিল্লিতে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
পাহাড়ে আদৌ গোর্খাল্যান্ড হবে? কোন দিকে এগোচ্ছে? ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্রপাহাড়ে আদৌ গোর্খাল্যান্ড হবে? কোন দিকে এগোচ্ছে? ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্র

Darjeeling Tripartite Meeting: পাহাড় সমস্যার সমাধান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্র। বৈঠকে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারকেও থাকতে আবেদন জানানো হয়েছে। সাংসদ জানিয়েছেন, ২ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১১ টায় দিল্লির নর্থ ব্লকে বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, তাঁকে বৈঠকে থাকতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২ এপ্রিল দিল্লিতে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা আসন ধরে রেখেছে বিজেপি। প্রতিবারই প্রতিশ্রুতি থাকে। কিন্তু ভোট মিটলে তা নিয়ে সমাধান সূত্র মেলেনি। লোকসভা নির্বাচনের সময় থেকেই দার্জিলিংয়ের সমস্যার রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি। প্রতিবারই দার্জিলিং লোকসভা আসনে বিজেপি জিতলেও রাজনৈতিক সমাধান নিয়ে কেন্দ্র কোনও উদ্যোগ না নেওয়ায় পাহাড়ের মানুষ ক্রমেই হতাশ হয়ে পড়েছেন। বিজেপির সহযোগী দলগুলোর মধ্যেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ক্ষোভের সুর। বিজেপির জোটসঙ্গী জিনএলএফও পরিস্থিতি বুঝে বেসুরো গেয়ে রেখেছে। 

এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে আলোচনার দরজা খুলে কেন্দ্র পাহাড়বাসীকেই বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠক ডাকা হলেও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কী ভূমিকা নেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে জিটিএ-তে ক্ষমতায় থাকা অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কী অবস্থান নেবে তা নিয়েও জল্পনা রয়েছে। রাজু বিস্ট বলেন, ‘কেন্দ্রীয় সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের অঞ্চলের জনগণের দীর্ঘস্থায়ী দাবি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত যে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমাদের অঞ্চলের জন্য সুখবর বয়ে আনবে।’


 

POST A COMMENT
Advertisement