
Malda Youth Deadbody Found: মালদার চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের জিতারপুর এলাকায় শুক্রবার সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আনারুল হক (৩০)। দেহের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন থাকায় পরিবার ও স্থানীয়দের মধ্যে খুনের আশঙ্কা দানা বাঁধছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আনারুল হকের বাড়ি পার্শ্ববর্তী হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায়। তিনি সম্প্রতি নিজের পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি তৈরির সামগ্রী কেনার উদ্দেশ্যে লক্ষাধিক টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আনারুল। কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জিতারপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আনারুলের দেহ। স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরিবারের দাবি, দেহে যে ধরনের আঘাতের চিহ্ন রয়েছে, তাতে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।