Child Dead Drowning Water: ঘরে ঢুকেছিল বন্যার জল, মালদায় ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

Child Dead Drowning Water: ভুতনিতে গত কয়েক দিনে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পশ্চিম রতনপুরে নদীবাঁধ ভেঙে ঢুকে পড়েছে জল। ঘর, উঠোন, রাস্তা সবই জলের তলায়। শিশুর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement
ঘরে ঢুকেছিল বন্যার জল, মালদায় ডুবে মৃত্যু দেড় বছরের শিশুরঘরে ঢুকেছিল বন্যার জল, মালদায় ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর। প্রতীকী ছবি

Child Dead Drowning Water: ঘরের মধ্যে হাঁটু জল। সেই জলেই মৃত্যু হল এক দেড় বছরের শিশুর। বৃহস্পতিবার সকালে মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা গ্রামে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত শিশুর নাম সুমিত মণ্ডল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমিতকে ঘুম পাড়িয়ে সকালবেলা বাড়ির পাশের দোকানে গিয়েছিলেন মা সীমা মণ্ডল। বাবা বিবেক মণ্ডল কর্মসূত্রে দিল্লিতে। ঘরের ভিতরে চৌকির উপর শুয়ে ছিল শিশু। কিন্তু ঘরে তখন জল থইথই। সেখান থেকেই চৌকি থেকে গড়িয়ে পড়ে যায় সে। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, তাঁরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভুতনিতে গত কয়েক দিনে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পশ্চিম রতনপুরে নদীবাঁধ ভেঙে ঢুকে পড়েছে জল। ঘর, উঠোন, রাস্তা সবই জলের তলায়। শিশুর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

এই নিয়ে টানা তিন দিনে ভুতনির প্লাবিত এলাকায় জলে ডুবে মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার জলের তোড়ে তলিয়ে গিয়েছিলেন ২১ বছরের রোজ শেখ। বুধবার ভেসে গিয়েছিল ১২ বছরের কিশোরী হেমাঙ্গিনী মণ্ডল।

প্রতিদিনের এই মৃত্যুর খবরে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভাঙা বাঁধ আর প্লাবনের দুর্যোগে রোজকার জীবনযাত্রা ভেঙে পড়েছে ভুতনি ও আশপাশের গ্রামগুলিতে। স্থানীয় বাসিন্দাদের আর্জি, “আর কত প্রাণ গেলে প্রশাসনের হুঁশ ফিরবে?” দ্রুত মেরামতি, ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন তাঁরা।

 

POST A COMMENT
Advertisement