Fake Aadhaar Card Racket Chopra: চোপড়ায় প্রতারণা চক্রে গ্রেফতার ৪, অনলাইন ক্যাফে থেকে উদ্ধার জাল নথি

Fake Aadhaar Card Racket Chopra: চোপড়া বিডিও অফিসের সামনে একাধিক অনলাইন ক্যাফেতে হানা দিয়ে পুলিশের বড়সড় অভিযান। জমির দলিল, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট-সহ একাধিক সরকারি নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার ৪ জন। এলাকাজুড়ে ফের চাঞ্চল্য।

Advertisement
চোপড়ায় প্রতারণা চক্রে গ্রেফতার ৪, অনলাইন ক্যাফে থেকে উদ্ধার জাল নথিপ্রতীকী ছবি

Fake Aadhaar Card Racket Chopra: উত্তর দিনাজপুরের চোপড়া ফের উঠে এল প্রতারণার হটস্পট হিসেবে। আগেও বায়োমেট্রিক জালিয়াতি ও ট্যাব কেলেঙ্কারির অভিযোগে খবরের শিরোনামে এসেছিল এই এলাকা। এবার জমির দলিল, আধার কার্ড, জন্ম শংসাপত্র এবং সরকারি প্রকল্পের জাল নথি তৈরির অভিযোগে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছিল। এবার সোমবার চোপড়া বিডিও অফিস চত্বরের একাধিক অনলাইন ক্যাফেতে হানা দিয়ে আরও চার তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের দোকান থেকে বেশ কিছু কম্পিউটার, প্রিন্টার এবং নথি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল জমির দলিল জাল করার অভিযোগে চোপড়া অ্যাডিশনাল ডিস্ট্রিক সাব রেজিস্ট্রার অফিসের অস্থায়ী কর্মী ভাস্কর পালকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে আরও নাম। তারই সূত্র ধরে ১২ মে পুলিশ অমৃতকুমার সিংহ ওরফে 'ভিম' নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তারপর সোমবার বিকেলে চোপড়া বিডিও অফিসের সামনে অবস্থিত সমস্ত অনলাইন ক্যাফেতে হানা দেয় পুলিশ। তিনটি দোকানের কম্পিউটারে পাওয়া যায় জাল দলিল ও অন্যান্য নথি তৈরির একাধিক তথ্যপ্রমাণ। ঘটনার তদন্তে উপস্থিত ছিলেন এসডিপিও আশিস কুমার, চোপড়া থানার আইসি সাইমন শেরপা সহ বিশাল পুলিশবাহিনী।
পুলিশ জানিয়েছে, গোটা চক্রটি সংগঠিতভাবে বহুদিন ধরেই এই ধরনের প্রতারণামূলক কাজ চালিয়ে আসছিল। তদন্ত চলছে, আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement