Shiva Temple in Siliguri: বাংলায় সবচেয়ে বড় শিব মন্দির প্রতিষ্ঠার জন্য মিলল জমি, কবে থেকে কাজ শুরু?

বাংলায় সবচেয়ে বড় শিব মন্দির তৈরির জন্য মিলেছে জমি। ১৭.৪ একর জমিতে তৈরি হবে মহাকাল মন্দির। এর জন্য তৈরি হয়ে গেছে ট্রাস্ট। মন্ত্রিসভায় আলোচনার পরই ট্রাস্ট গঠন করা হয়। বিনামূল্যে এই মন্দিরের জমি দিচ্ছে সরকার। আজ, সোমবার প্রশাসনিক কাজে উত্তরবঙ্গ পৌঁছন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন থেকে এদিন একথা জানান।

Advertisement
বাংলায় সবচেয়ে বড় শিব মন্দির প্রতিষ্ঠার জন্য মিলল জমি, কবে থেকে কাজ শুরু?  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় সবচেয়ে বড় শিব মন্দির তৈরির জন্য মিলেছে জমি। ১৭.৪ একর জমিতে তৈরি হবে মহাকাল মন্দির। এর জন্য তৈরি হয়ে গেছে ট্রাস্ট। মন্ত্রিসভায় আলোচনার পরই ট্রাস্ট গঠন করা হয়। বিনামূল্যে এই মন্দিরের জমি দিচ্ছে সরকার। আজ, সোমবার প্রশাসনিক কাজে উত্তরবঙ্গ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন থেকে এদিন একথা জানান।

দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিত, মদনমোহন মন্দিরের পুরোহিত, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের পুরোহিত সহ অন্যান্যরা এই ট্রাস্টে রয়েছেন। খুব শীঘ্রই ট্রাস্ট কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী জানান, কাছাকাছি একটি কনভেনশন সেন্টারও তৈরি করা হবে। হিডকো আহ্বায়ক-সদস্য থাকছে।

অক্টোবরে উত্তরবঙ্গ থেকে বাংলায় সবচেয়ে বড় মহাকাল মন্দির প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন মমতা। দিঘাতে ইতিমধ্যেই পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। ইকো পার্কের ঠিক উল্টো দিকের জমিতেই 'দুর্গাঙ্গন' তৈরি করা হবে। যার জন্য খরচ হবে আনুমানিক ২৬২ কোটি টাকা। এবার শিবমন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মন্দির প্রতিষ্ঠা হিন্দু ভোট টানতে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। চলতি বছরই দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। এবার পালা উত্তরের। জোর কদমে শুরু হচ্ছে কাজ। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে দখল বসাতেই কি মমতার মন্দির তৈরি করা হচ্ছে? এ নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে বিপুল রাজনৈতিক চাপানউতোর। 
 

POST A COMMENT
Advertisement