Alipurduar School Chaos: দরজায় ঝুলছে কন্ডোম, বারান্দায় নেশার সামগ্রী, আলিপুরদুয়ারে স্কুলে চাঞ্চল্য

 Alipurduar School Chaos: শুক্রবার আলিপুরদুয়ারের যশোডাঙা জুনিয়র বেসিক স্কুলে এমনই ছবি ধরা পড়েছে। ঘটনা জানাজানি হতেই লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহ শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনায় উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। 

Advertisement
দরজায় ঝুলছে কন্ডোম, বারান্দায় নেশার সামগ্রী, আলিপুরদুয়ারে স্কুলে চাঞ্চল্যদরজায় ঝুলছে কন্ডোম, বারান্দায় নেশার সামগ্রী, আলিপুরদুয়ারে স্কুলে চাঞ্চল্য

Alipurduar School Chaos: স্কুলের মধ্যে চূড়ান্ত নোংরামি। যার জেরে শুক্রবার  নির্ধারিত সময় থেকে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় স্কুলের পঠনপাঠন। আলিপুরদুয়ারে শুক্রবার সকাল সকাল রোজকার মতো স্কুল খুলতে এসে শিক্ষক ও শিক্ষাকর্মীরা দেখেন স্কুলের দরজায় তালার সঙ্গে ঝুলছে দু’টি ব্যবহৃত কন্ডোম। বারান্দায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও গাঁজার কল্কে। ঘটনায় লজ্জায় মাথা হেঁট সকলের। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার আলিপুরদুয়ারের যশোডাঙা জুনিয়র বেসিক স্কুলে এমনই ছবি ধরা পড়েছে। ঘটনা জানাজানি হতেই লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহ শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনায় উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। 

ঘটনার পরে এ দিন নির্ধারিত সময় থেকে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় স্কুলের পঠনপাঠন। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই সরকারি প্রাথমিক স্কুলের বারান্দায় এক দল সমাজ বিরোধী নেশার আসর বসাত। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের তরফে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে। অভিযোগ, প্রতিবাদের বদলা নিতেই স্থানীয় সমাজ বিরোধীরা বৃহস্পতিবার রাতে স্কুল জুড়ে অপকর্ম করে। অভিভাবকরা ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে চরম শাস্তি দাবি করেছেন।

 

 জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মনও ঘটনাকে লজ্জাজনক ও উদ্বেগের বলে জানিয়েছেন৷ আমি স্কুল কর্তৃপক্ষকে দ্রুত অভিভাবক সভা ডাকার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে আইনের সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি। স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত সিংহ সংবাদমাধ্য়মকে জানান, শিক্ষকতা জীবনে এমন অস্বস্তিতে আগে কখনও পড়েননি। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষ ও পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে বলে তিনি জানান।

 

 

 

 
 
 
POST A COMMENT
Advertisement