Sitalkuchi News: দাম্পত্য কলহের 'বলি' SIR, শীতলকুচিতে স্ত্রীর ফর্ম ছিঁড়ে দিলেন স্বামী, এবার কী হবে?

স্বামী স্ত্রীর বিবাদ, আর এর জেরেই স্ত্রীর SIR ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের গাছতলা এলাকায়।

Advertisement
দাম্পত্য কলহের 'বলি' SIR, শীতলকুচিতে স্ত্রীর ফর্ম ছিঁড়ে দিলেন স্বামী, এবার কী হবে?শীতলকুচিতে স্ত্রীর SIR ফর্ম ছিঁড়লেন স্বামী

স্বামী স্ত্রীর বিবাদ, আর এর জেরেই স্ত্রীর SIR ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের  গাছতলা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের রফিকুল মিঁয়ার সঙ্গে তাঁর স্ত্রী আর্জিনা বিবির  প্রায় তিন বছর ধরে বনিবনা নেই। বর্তমানে তারা আলাদা থাকছেন । আর্জিনা গ্রামের বিএলওর বাড়িতে SIR ফর্ম নিতে এলে সেখানে পৌঁছান রফিকুল। সেখানে দু'জনের মধ্যে বাকবিতন্ডা হয়। আর্জিনা বিবির অভিযোগ সেই সময় তাঁর স্বামী SIR ফর্মটি ছিঁড়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ।

জানা যাচ্ছে SIR ফর্ম  নিতে গ্রামে হাজির হয়েছিল স্ত্রী।  BLO বাড়িতে আসতেই হাজির হয় স্বামীও। দুই জনের মধ্যে ঝামেলা শুরু হওয়ার সময় ছিড়ে যায় ফর্ম। রফিকুল মিঁয়ার স্ত্রী আরজিনা বিবি দাবি করেছেন, স্বামী তাঁর ফর্ম ছিঁড়েছে।  যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল। কোচবিহারের শীতলকুচির গোলেনাহাটিতে বাড়ি রফিকুলের । চার বছর ধরে দাম্পত্য কলহ চলছে তাঁদের মধ্যে। ঝামেলা বাড়ায় দুই জনে আলাদা থাকেন তিন বছর ধরে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বলে রফিকুল দাবি করেছেন।

SIR  চালু হতে হঠাৎ আত্মীয়-স্বজনসহ গ্রামে হাজির হয় আরজিনা। SIR  ফর্মে নাকি স্বামীর নাম হিসেবে রফিকুলের নাম লিখেছে সে। এই খবর পৌঁছাতেই প্রতিবাদ করেন রফিকুল। তার দাবি, আমাদের মধ্যে কোন সম্পর্ক নেই। অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে আরজিনা। তাঁকে বিচ্ছেদ দিক।  যদিও আরজিনার দাবি, স্বামীর অত্যাচারের ফলে বাড়ি ছেড়েছে সে। নিজেই রোজগার করে দিন গুজরান করেন।  SIR চালু হওয়ায়  বাধ্য হয়ে স্বামীর গ্রামে এসেছে ফর্ম পূরণ করার জন্য। তখন তাঁর ফর্ম ছিড়ে দেয় স্বামী। যদিও ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রফিকুল। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ এসে হাজির হয় এলাকায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদদাতা- মনসুর হাবিবুল্লা

Advertisement

POST A COMMENT
Advertisement