Coochbehar Student Death Hostel: কোচবিহারে হস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ, রহস্য

Malda Student Death Hostel: মানিকচকের বেসরকারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, প্রার্থনার সময় সিটি বাজানোর শাস্তিতে পাশবিক নির্যাতন চালিয়ে খুন। স্কুল কর্তৃপক্ষ দাবি করছে আত্মহত্যা, কিন্তু পরিবার বলছে ঘটনাটি সাজানো!

Advertisement
কোচবিহারে হস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ, রহস্য কোচবিহারে হস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ, রহস্য

Malda Student Death Hostel: ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনাটি কোচবিহারের কোচবিহার গর্ভমেন্ট কলেজের। ওই যুবতী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম অন্বেষা ধর (২০)। বাড়ি দুর্গাপুরে। তিনি ওই  ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বছরের ছাত্রী ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিক্যালে পাঠিয়েছে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই খবর দিয়েছে মৃত পড়ুয়ার বাড়িতে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে? তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও সঠিক কারণ জানা যায়নি।

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের একটি ঘরে অন্বেষার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায় তাঁরা। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। অন্বেষাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ‘তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ 

এর আগে মাত্র কয়েকদিন আগেই মালদার মানিকচকের একটি বেসরকারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল (১৩)। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লক অফিস সংলগ্ন এলাকার প্রায় দশ বছরের পুরোনো একটি বেসরকারি স্কুলে, যেখানে বর্তমানে ৮০ জন ছাত্র হস্টেলে থাকে। মৃতের পরিবারের অভিযোগ ছিল, দুই দিন আগে রাতে প্রার্থনার সময় সিটি বাজানোর অভিযোগ তুলে ওই ছাত্রের উপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরিবারের দাবি, স্কুলেরই এক শিক্ষকের মারে মৃত্যু হয়েছে শ্রীকান্তের। এক্ষেত্রেও তেমন কোনও ঘটনা বা রাগিং জাতীয় কিছু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement