Siliguri Puja Parikrama NBSTC: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি (NBSTC), শিলিগুড়ি পুজো পরিক্রমা ভাড়ার তালিকায় এবং রুট প্রকাশ করল। দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বড় পুজো গুলোর পরিক্রমা করাবে nbstc। তবে যদি বাড়তি চাহিদা থাকে তাহলে ষষ্ঠীর দিনও আরও ট্রিপ বাড়ানো হবে। এমনটাই জানানো হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে। সব মিলিয়ে পুজোর আবহাওয়া আরও খানিকগুণ বাড়িয়ে দিয়েছে এনবিএসটিসির এই ঘোষণা।
প্যাকেজের খরচ ও কী থাকছে?
শহরের সমস্ত বড় পুজোমন্ডপগুলি ঘোরানোর পাশাপাশি ডিনারের ব্যবস্থাও থাকছে এই প্যাকেজের মধ্যে। এক একজনের মোট খরচ মাত্র ৩৫০ টাকা। অর্থাৎ প্যাকেজের জন্য এনবিএসটিসির বাসে ওঠার পর থেকে বিভিন্ন পুজো মন্ডপ ঘুরিয়ে রাতে তেনজিং নোরগে বাস টার্মিনাস চত্বরে নামিয়ে দেওয়া পর্যন্ত এই প্যাকেজ ধরা রয়েছে।
কোন কোন রুটে হবে ঘোরানো ?
জানানো হয়েছে পঞ্চমীর দিন সন্ধ্যা ছটায় তিন দিন ধরে বাস টার্মিনাস থেকে পরিক্রমার জন্য বাস ছাড়বে। বাসটি ডিপো থেকে ছাড়ার পর চম্পাসারি হয়ে যাত্রা শুরু করবে। সেখানকার বিগ বাজেটের কয়েকটি পুজো দেখিয়ে বাসটি সরাসরি চলে যাবে এনজেপির সেন্ট্রাল কলোনিতে। সেন্ট্রাল কলোনির পুজো মন্ডপ পরিদর্শন করানোর পর বাসটি চলে আসবে দেশবন্ধুপাড়ায়। একে একে যাত্রীদের ঘুরিয়ে দেখানো হবে দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘের পুজো, সেখান থেকে বাস যাবে হাকিমপাড়া, সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলা এলাকার বড় পুজোগুলোর মন্ডপে। এরপর জেটিএস, সঙ্ঘশ্রী, রবীন্দ্র সঙ্ঘ, পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হবে যাত্রীদের। এর মধ্যেই বাসে সার্ভ করা হবে ডিনার ও পানীয় জলের বোতল। যাত্রীদের হাতে পরিক্রমার শুরুতেই তুলে দেওয়া হবে জল। সুভাষপল্লি, রবীন্দ্র সংঙ্ঘের ঠাকুরের বিগ বাজেটের পুজো দেখানোর পর রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো দেখিয়ে বাস চলে যাবে পানিট্যাঙ্কি মোড়ে, রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্গে পুজো দেখানোর পর বাস ফিরবে বাস টার্মিনাসে।
বুকিং কীভাবে?
যারা বাইরে থেকে আসবেন তারা আগাম অনলাইনে বুকিং করতে পারবেন। সরাসরি এনবিএসটিসির ধর্মতলা এবং শিলিগুড়ি ডিপোতে বা যে কোনও ডিপো থেকে এই বুকিং করা যাবে।
সামাজিক কর্তব্য ও প্রচারই উদ্দেশ্য
পুজো পরিক্রমা কোনও রকম লাভজনক ট্যুর হিসেবে দেখছে না nbstc। ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন এটি কোনও লাভজনক পরিক্রমা নয়। মানুষকে পুজো দেখিয়ে এবং সামাজিক কর্তব্যে শামিল হতে এই অনুদান বলে তাঁরা জানিয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে মাথায় রাখতে হবে, যানজট এড়াতে একটি বা দুটি বাসই পরিক্রমার জন্য নামানো হবে। নইলে বাড়তি যানজট তৈরি হতে পারে বলে বিষয়টি তাদের মাথায় রয়েছে। এনবিএসটিসির তরফ থেকে জানানো হয়েছে ৩০ সিটের বাস ব্যবহার করা হবে। যার মধ্যে বুকিং দেওয়া হবে ২৯ টি আসনে।