Dana Cyclone North Bengal Update: ঘূর্ণিঝড় দানা-র ভাল রকম প্রভাব মালদায়, উত্তরবঙ্গের বাকি অংশে কী পরিস্থিতি?

Dana Cyclone North Bengal Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় সহ দক্ষিণের একাধিক জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেও দানার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

Advertisement
ঘূর্ণিঝড় দানা-র ভাল রকম প্রভাব মালদায়, উত্তরবঙ্গের বাকি অংশে কী পরিস্থিতি?ঘূর্ণিঝড় দানা-র ভাল রকম প্রভাব মালদায়, উত্তরবঙ্গের বাকি অংশে কী পরিস্থিতি?
হাইলাইটস
  • দানা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর
  • আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী ঘুূর্ণিঝড়ে পরিণত হবে 'দানা'

Dana Cyclone North Bengal Update: বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'দানা'। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেও দানার প্রভাব পড়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো প্রভাব অতটা বেশি নয়। মালদায় কিছুটা তাণ্ডব চালিয়েছে দানা। অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana) প্রভাবে মালদার গাজোলে বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। রাতের দিকে তুমুল বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে গাজোলে ঘরের টালির চাল ভেঙে আহত হন মহিলা। বৃষ্টির সময় হঠাৎ করে টালির চাল তাঁর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাঁর চিৎকার শুনে পড়শিরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তবে ২৭ অক্টোবর পর্যন্ত গৌড়বঙ্গে বড় কোনও প্রভাব পড়বে না বলে মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জারি করা বিশেষ আবহ বার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিনটি জেলায় প্রধানত মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের কোনওরকম সতর্কবার্তাও গৌড়বঙ্গে নেই। ২৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলি গ্রিন জোন অর্থাৎ নিরাপদ জায়গায় অবস্থান করবে। এদিন সকাল থেকে অবশ্য পাহাড়-সমতলের বিভিন্ন এলাকা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ অন্য জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিও হয়েছে বেশ কিছু জায়গায়। তবে পরিমাণ সামান্য। বাতাসে ঠান্ডা হাওয়ার কামড় আগাম শীতের আমেজ এনে দিয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, ২৩ অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ২৪ থেকে ২৭ অক্টোবর, এই চারদিন গৌড়বঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ২৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে সর্বাধিক ১০ মিলিমিটার। মালদা জেলায় পাঁচদিনে বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটারের বেশি হবে না। ২৭ অক্টোবর পর্যন্ত গৌড়বঙ্গের আকাশ প্রধানত মেঘলা থাকবে। এই সময় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১৬ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়ার কোনও আশঙ্কা নেই। এই দিনগুলিতে দক্ষিণ দিনাজপুরে দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৭-৩১ ও সর্বনিম্ন ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস। মালদা জেলায় সর্বোচ্চ ২৯-৩২ ও সর্বনিম্ন ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস। দুই জেলায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ ৭৭-৮৭ ও সর্বনিম্ন ৫৬-৭৪ শতাংশ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement