
Dabgram couple death: শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের থারুঘাটি এলাকায় এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে স্থানীয় একটি জঙ্গলের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ দেখেন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে, স্বামী তপন রায়ের দেহ একটি গাছের ডালে ঝুলছিল, আর কাছেই নদীর ধারে পড়ে ছিল স্ত্রী অনিমা রায়ের নিথর দেহ। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
দম্পতির বাড়ি ভোলানাথপাড়া এলাকায়। অনিমা রায় স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। তপন রায় পেশায় রাজমিস্ত্রি। প্রতিদিনের মতো শনিবার কাজ শেষে তাঁরা একসঙ্গে বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করার পর পরিবারের তরফে আশিঘর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি তাঁরাই আবার এলাকায় খুঁজতে বের হন। সেই সময়ই জঙ্গলের ভিতরে ঢুকে প্রথমে অনিমার দেহ দেখতে পান তাঁরা। অল্প দূরেই উদ্ধার হয় তপনের দেহও।
পরিবারের দাবি, দুজনের গলাতেই চিহ্ন রয়েছে। তাঁদের মতে, এটি আত্মহত্যার ঘটনা নয়। ছেলে পাপন রায় জানান, বাড়িতে কোনও ঝামেলা ছিল না। হঠাৎ আত্মঘাতী হওয়ার কারণ নেই। তাঁর অভিযোগ, অনিমার গায়ে কিছু সোনার গয়না ছিল। সেই গয়নার লোভেই তাঁদের খুন করা হতে পারে।