
রক গার্ডেনRock Garden Close: দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ রক গার্ডেন বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ করে দিল জেলা প্রশাসন। চলমান রাস্তা মেরামতির কাজের কারণেই এই সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে রক গার্ডেন তারপর পরিস্থিতি খতিয়ে দেখে ফের খুলে দেওয়া হবে।
শরৎ-শীতের মরসুমে দার্জিলিং গেলে রক গার্ডেন না দেখে হয় না। পাহাড়, সবুজের ঢাল, নীচে নেমে আসা জলপ্রপাত আর দূরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে ছোট্ট স্বর্গরাজ্য। কিন্তু আপাতত সেই সৌন্দর্য উপভোগ থেকে কয়েক দিন বিরতি নিতে হবে পর্যটকদের।
অক্টোবরে টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়। একাধিক জায়গায় ধস নামে, রাস্তাঘাট ডুবে যায় জলস্রোতে। তখনই টাইগার হিল থেকে রক গার্ডেন, বেশিরভাগ পর্যটনকেন্দ্রই নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সব খোলার পরও রক গার্ডেনের সংযোগ রাস্তাটি রয়ে গেছে জীর্ণ অবস্থায়। সেই পথই এখন বড়দিনের ভিড়ের আগেই নতুন করে ঠিকঠাক করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, গত কয়েক মাস ধরেই রাস্তাটি ভয়ানক বেহাল। বড়দিন–নতুন বছরের পর্যটন মরসুমের আগে সেই রুট মেরামত অত্যন্ত জরুরি ছিল। তাই সাময়িকভাবে রক গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্তই সঠিক হয়েছে বলে মনে করছেন তিনি। তবে আশ্বাস মিলেছে, ২৫ ডিসেম্বরের আগেই খুলে দেওয়ার লক্ষ্য প্রশাসনের।
এদিকে সোমবার দার্জিলিংয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গ্লেনারিজে পরিদর্শনে গিয়েছিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা। তদন্তের পরে মঙ্গলবার অসঙ্গতির অভিযোগে রেস্তোরাঁর বার সেকশন তিন মাসের জন্য সিল করে দেওয়া হয়েছে। তার মাঝেই এ বার রক গার্ডেন বন্ধের বিজ্ঞপ্তি দার্জিলিংয়ের পর্যটনমহলে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে।