প্রকৃতির সুন্দর রূপ দেখতে অনেকেই গিয়েছিলেন পাহাড়। তবে সেখানে গিয়ে প্রকৃতির রোষে পড়তে হল। অতিরিক্ত বর্ষণে পাহাড়ে ধস। যার ফলে তলিয়ে গেল ব্রিজ। ভেঙে পড়ল একাধিক বাড়ি। বন্ধ হল রাস্তা। পাহাড় থেকে বিচ্ছিন্ন হল সমতলের শিলিগুড়ি। মানুষ আটকে রইলেন পাহাড়ে।
যদিও এ দিন পরিস্থিতির অনেকেটাই উন্নতি হয়েছে। খুলে গিয়েছে দার্জিলিঙের রাস্তা। এখন অনায়াসে সেখানে যাতায়াত করা যাবে বলে জানা গিয়েছে। যার ফলে পর্যটকরা অনেকেই পাহাড় থেকে নেমে আসছেন।
কোন কোন রাস্তা খুলে গিয়েছে?
দার্জিলিং থেকে শিলিগুড়ি যোগাযোগের জন্য মোটামুটি ব্যবহৃত হয় হিলকার্ট রোড এবং রোহিণী রোড। আর এই দুটি রোডেই কাল ধস নামে। যার ফলে যান চলাচল ছিল বন্ধ।
তবে আজ পরিস্থিতির অনেকটাই বদলে গিয়েছে। খুলে দেওয়া হয়েছে হিলকার্ট রোড এবং রোহিণী রোড। পর্যটকেরা এই রাস্তা ধরেই আপাতত শিলিগুড়ি পৌঁছাচ্ছেন।
খোলা আছে পাঙ্খাবাড়ি রোড
ধসের জন্য সব রাস্তা বন্ধ হলেও খোলা ছিল পাঙ্খাবাড়ি রোড। সেখান থেকে বহু পর্যটক নীচে নেমে এসেছেন। যদিও সেই রাস্তায় গতকাল গাড়ির ভিড় ছিল। কারণ, অনেকেই একসঙ্গে সেই রাস্তা দিয়ে নামতে চাইছিলেন।
খুলে গেল ওল্ড NH55
ধসের জেরে বন্ধ হয়েছিল জোরেবাংলো থেকে ঘুম যাওয়ার রাস্তা। তবে সেই রাস্তাতেও মেরামতির কাজ চলে। যার ফলে এখন খুলে দেওয়া হয়েছে সেই রাস্তা। এছাড়া ওল্ড NH55-ও খুলে দেওয়া হয়েছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা মোটের উপর স্বাভাবিক হয়েছে।
খুলে গিয়েছে এনএইচ১০
বাংলার সঙ্গে সিকিমকে জুড়ে দেয় NH10। আর এই রাস্তাতেই গতকাল নেমেছিল ধস। পাশাপাশি তিস্তার জলও উঠে গিয়েছিল। যার ফলে বন্ধ করতে হয়েছিল সেই রাস্তা।
যদিও বর্তমানে সেই রাস্তাও খুলে দেওয়া হয়েছে। ফলে সিকিম থেকেও পর্যটকরা এখন বাংলায় আসতে পারছেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই রাস্তা এখনও বিপজ্জনক। তাই প্রত্যেকটি গাড়িকে সাবধানে এগনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
এখনও বন্ধ দার্জিলিঙের দর্শনীয় স্থান
পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে দার্জিলিঙের একাধিক ট্যুরিস্ট স্পট। সেই তালিকায় রক গার্ডেন থেকে শুরু করে টাইগার হিল, চিড়িয়াখানা রয়েছে। প্রশাসনের তরফে পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সমস্যা হলে যোগাযোগ করতে বলা হচ্ছে হেল্পলাইনে।
নবান্নের হেল্পলাইন নম্বর
নবান্নের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্পলাইন। সেখানে যোগাযোগের ফোন নম্বরগুলি হল- ০০৯১-২২১৪-৩৫২৬/০০৯১- ২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর -৯১-৮৬৯৭৯-৮১০৭০।
রাজভবনের হেল্পলাইন
রাজভবনের হেল্পলাইন নম্বর ০৩৩-২২০০১৬৪১। যে কোনও প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন।