Darjeeling Sight Seeing Dispute: বর্ষবরণের মুখে অচলাবস্থা, পাহাড়-সমতলের গাড়ি বিরোধে বিপাকে পর্যটকরা

Darjeeling Tourism Crisis Sight Seeing Dispute: এই বিবাদের মূল কারণ ‘সাইট সিয়িং’। পাহাড়ের গাড়িচালক সংগঠনগুলির অভিযোগ, সমতলের গাড়িগুলি পর্যটকদের সরাসরি টাইগার হিল, রক গার্ডেন, পিস প্যাগোডার মতো জনপ্রিয় দর্শনীয় স্থানে নিয়ে যাচ্ছে। এতে পাহাড়ের স্থানীয় গাড়িচালকদের রুজিরুটিতে টান পড়ছে।

Advertisement
বর্ষবরণের মুখে অচলাবস্থা, পাহাড়-সমতলের গাড়ি বিরোধে বিপাকে পর্যটকরাদার্জিলিঙে গিয়ে যে ভুলগুলি করে ঘোরার আসল মজা মাটি করেন বেশিরভাগ, জানুন

Darjeeling Tourism Crisis Sight Seeing Dispute: বড়দিন ও ইংরেজি নববর্ষের ঠিক আগে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বড়সড় অশনি সংকেত। পাহাড় ও সমতলের গাড়িচালকদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ এবার প্রকাশ্যে এসে চরম আকার নিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মঙ্গলবার থেকে সমতল এলাকায় দার্জিলিংয়ের কোনও গাড়িকে যাত্রী বা পর্যটক তুলতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন সমতলের চালক সংগঠনগুলি।

চালকদের দাবি, সিকিমের মতো নিয়ম চালু করে পাহাড়ে সমতলের গাড়ির প্রবেশ ও সাইট সিয়িং কার্যত বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে এই পালটা পদক্ষেপ। সমাধান না হলে সমতলে পাহাড়ের কোনও গাড়িকেই ঢুকতে দেওয়া হবে না, এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন সমতলের চালকরা।

এই বিবাদের মূল কারণ ‘সাইট সিয়িং’। পাহাড়ের গাড়িচালক সংগঠনগুলির অভিযোগ, সমতলের গাড়িগুলি পর্যটকদের সরাসরি টাইগার হিল, রক গার্ডেন, পিস প্যাগোডার মতো জনপ্রিয় দর্শনীয় স্থানে নিয়ে যাচ্ছে। এতে পাহাড়ের স্থানীয় গাড়িচালকদের রুজিরুটিতে টান পড়ছে।

পাহাড়ের চালকদের দাবি, সমতলের গাড়িগুলিকে নির্দিষ্ট পয়েন্টে পর্যটক নামিয়ে দিতে হবে। তার পর স্থানীয় পাহাড়ের গাড়িতে করেই পর্যটকদের ঘোরানো হোক। গত মাসের শেষ সপ্তাহ থেকেই এই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।

পাহাড়ের এই সিদ্ধান্তের পালটা হিসেবে সমতলের গাড়িচালক সংগঠনগুলিও সরব হয়েছে। তাঁদের অভিযোগ, পর্যটক নিয়ে পাহাড়ে গেলেই চালকদের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি কোথাও কোথাও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতির প্রতিবাদে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার থেকে সমতলে পাহাড়ের গাড়িগুলিকে যাত্রী বা পর্যটক তুলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সমতলের চালকরা। চালক সমীর পান্ডে স্পষ্ট জানান, তাঁদের গাড়িকে পাহাড়ে ঢুকতে না দিলে পাহাড়ের গাড়িকেও সমতলে চলতে দেওয়া হবে না।

পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জিটিএ প্রধান অনীত থাপার সঙ্গে টেলিফোনে কথা বলে দ্রুত সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। তবে পাহাড়ের সংযুক্ত চালক সংগঠনের মুখপাত্র রাহুল শারসা জানিয়েছেন, আলোচনায় তাঁরা রাজি থাকলেও পাহাড়ে সমতলের গাড়ির বাণিজ্যিক যাতায়াত বা সাইট সিয়িং কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

Advertisement

এই অচলাবস্থায় উদ্বেগ বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের। জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে সম্রাট সান্যাল ও দীপক মণ্ডল জানান, টাইগার হিলের মতো জায়গায় পর্যটকরা যেতে না পারলে তার বিরূপ প্রভাব পড়বে গোটা দার্জিলিং পর্যটনে।

তাঁদের দাবি, একই রাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে আলাদা নিয়ম চলতে পারে না। এই টানাপোড়েন চললে পর্যটকরা পাহাড়মুখো হবেন না, ফলে ব্যবসায় ভয়াবহ ক্ষতি হবে। ইতিমধ্যেই দার্জিলিং থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। উৎসবের মরসুমে দ্রুত সমাধান না হলে কয়েক হাজার পর্যটকের দার্জিলিং সফর অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement