Islampur Trolly Bag Deadbody: ইসলামপুরে ভুট্টার ক্ষেতে পরিত্যক্ত ট্রলি, খুলতেই মৃতদেহ!

Islampur Trolly Bag Deadbody: মৃতের নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয়রাও ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখেননি বলে জানিয়েছেন। পুলিশের অনুমান মৃতের বয়স ৪৫ এর আশপাশে।

Advertisement
ইসলামপুরে ভুট্টার ক্ষেতে পরিত্যক্ত ট্রলি, খুলতেই মৃতদেহ!ভুট্টার খেত থেকে উদ্ধার ট্রলিবন্দি লাশ, ইসলামপুরে চাঞ্চল্য

Islampur Trolly Bag Deadbody: ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার একটি লাল ট্রলি ব্যাগ। ব্যাগের চেন খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে এক ব্যক্তির লাশ মিলতেই আতঙ্ক ছড়াল এলাকায়। পুলিশ ব্যগটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সোনাখোদার ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অমিত পাল নামে এক ব্যক্তি। তিনি জানান, সেই সময় তার নজরে আসে পাশের ভুট্টা ক্ষেতে একটি লাল ট্রলি ব্যাগ পড়ে রয়েছে। ট্রলি দেখে তার কিছুটা সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ডেকে আনেন আশপাশের লোকজনকে। সকলে মিলে খবর দেন ইসলামপুর থানায়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। ব্যাগের ভেতরে থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ।

পুলিশ তক্ষুণি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যায়। চিকিৎসক জানান, ওই ব্যক্তি অনেক আগেই মারা গিয়েছেন। তবে মৃতের নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয়রাও ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখেননি বলে জানিয়েছেন। পুলিশের অনুমান মৃতের বয়স ৪৫ এর আশপাশে। সম্ভবত তাঁকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে। রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য় দেহটি পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
 

 

POST A COMMENT
Advertisement