দিনহাটায় বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি ভাঙচুর-লুটপাট, কাঠগড়ায় তৃণমূল

শনিবার রাতে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ৭/৩০ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য যূথিকা বর্মনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাতেই ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ।

Advertisement
দিনহাটায় বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি ভাঙচুর-লুটপাট, কাঠগড়ায় তৃণমূলদিনহাটায় বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি ভাঙচুর-লুটপাট, কাঠগড়ায় তৃণমূল

দিনহাটা আছে দিনহাটাতেই। ফের রাজনৈতিক গোলমালে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার এই মহকুমা শহর। শনিবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।                                                                                                                                                                                                                                                                                                              শনিবার রাতে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ৭/৩০ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য যূথিকা বর্মনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাতেই ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

যূথিকার অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বাড়িতে এসে প্রথমে গালিগালাজ শুরু করে। ঢিল ছুড়ে জানালার কাজ ভেঙে দেয়। এরপর ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং সোনার গয়না লুট করে। বাড়ির ভেতর থাকা একটি স্কুটারও ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত স্থানীয় দুষ্কৃতীরা।

Advertisement

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের নাজিরহাট ২ অঞ্চল সভাপতি মিলনমোহন বর্মনের বক্তব্য, ‘তৃণমূলকে বদনাম করতে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’

কদিন আগেই দিনহাটাতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে বিজেপি ৷ তৃণমূল বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা আদালত চত্বরে ৷ নিখিলরঞ্জন দে কোচবিহার দক্ষিণের বিধায়ক ৷ 2017 সালে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় নাম ছিল বিজেপি বিধায়কের ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল দিনহাটা আদালতে ৷ সেই কারণে আদালতে হাজিরা দিতে যান কোচবিহার দক্ষিণের বিধায়ক ৷

POST A COMMENT
Advertisement