উচ্চ পদস্থ রেল কর্তার সামনেই বেসরকারী সংস্থার কর্মীকে পিষে দিল কুনকি হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ১৬২ নম্বর পিলারের কাছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
আরপিএফ আধিকারিক ডিপি রায় জানান, নতুন সিস্টেম পরীক্ষার কাজ চলছি। সেই সময় কাজ শুরু করতেই ট্রেনের আওয়াজে হঠাৎ ক্ষেপে ওঠে বন বিভাগের কুনকি হাতি জোনাকি। ডিভাইস সংক্রান্ত কাজ করতে আসা ওই সংস্থার কর্মীকে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর।
বন দফতর ও রেল সূত্রে জানা গিয়েছে, এদিন এন এফ রেলের পক্ষ থেকে এই রেলপথে বন্য প্রাণীদের সঙ্গে বিশেষত হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ এড়াতে ইন্টুয়ার্স ডিভাইস সিস্টেম নামক একটি প্রযুক্তি রেল পথের পাশে স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এনএফ রেলের জেনারেল ম্যানেজার সহ এক উচ্চ পর্যায়ের দল এই নতুন প্রযুক্তি স্থাপনের কাজ পরিদর্শনে আসে। প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য আগে থেকেই রাজ্যে সরকারের বন বিভাগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুটি হাতি জোনাকি ও মমতাকে নিয়ে আসা হয়েছিল।
নতুন প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষার জন্য রেল পথে একটি বিশেষ ট্রেন চালানো শুরু হতেই ট্রেনের আওয়াজে বিগড়ে যায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা জোনাকি নামক কুনকি হাতিটি এবং সেখানে থাকা নতুন প্রযুক্তি স্থাপনের কাজ করতে আসা বিটকম সংস্থার কর্মী সন্দীপ চৌধুরীকে আক্রমণ করে। তার পায়ের তলায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই প্রযুক্তি সংস্থার কর্মীর।
কুনকি হাতির এমন আক্রমণের ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত রেলের জেনারেল ম্যানেজার সহ আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্যান্য পদস্থ কর্তারা। ঘটনায় হতচকিত মাহুত ও হাতির দেখভালের দায়িত্বে থাকা কর্মীরাও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়েছে।