বিধানসভা ভোটে বঙ্গ BJP মুখ্যমন্ত্রী মুখ তিনি? জল্পনা বাড়িয়ে দিলেন মিঠুন
২০২৬ সালে ফের তৃণমূল ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়ে যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তাতে দলের অন্দরে কোনও দ্বিমত নেই। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী কে হতে চলেছেন? সেই নিয়ে জল্পনার শেষ নেই। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও পদ্ম শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে একাধিক নাম শোনা গিয়েছিল। তারমধ্যে ছিল মিঠুন চক্রবর্তীর নামও। এবার সেই জল্পনার মধ্যে নতুন সমীকরণ দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন স্পষ্ট বলছেন, 'দল যদি চায়, আমি মুখ্যমন্ত্রী হব। দল যাকে বলবে, তিনিই মুখ্যমন্ত্রী হবেন।'
মঙ্গলবার যখন SIR প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিঠুন তখন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন। আসন্ন বিধানসভা ভোটে লড়তে কী কী করণীয় মনে করা হচ্ছে সেই রণনীতিই বলেছেন সেখানে। পরে মিটিং ছেড়ে বেরিয়ে আসতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছেন,তবে কি এবার বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর মুখ তিনিই? উত্তরটা পরিষ্কারভাবেই দিয়েছেন অভনেতা। মিঠুন বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে দল ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে। এটা বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিন।'
এরআগে সোমবারও মিঠুনকে একই প্রশ্ন করা হয়েছিল। সোমবার মালদার সাহাপুরের একটি বেসরকারি হোটেলে গেরুয়া শিবিরের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানেই যোগ দেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষনেতা। আর সেই সভাতেই সরাসরি মিঠুনকে বাংলার আগামীর মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বিজেপি কর্মীরা। এক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট জবাব ছিল,'আমাদের পার্টিতে এই সব হয় না।' তবে কর্মীদের দাবি মেনে মুখ্যমন্ত্রী হবেন? এক্ষেত্রে তাঁর জবাব, 'আমাদের পার্টিতে সবাই লড়ে, এরপর জিতে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়। আমায় দল চাইলে আমিও হব, অন্যকে চাইলে উনি হবেন।' তবে মিঠুনের এই বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁর এই কথা কি নিছক নম্রতা, নাকি আসলেই ইঙ্গিত দিচ্ছেন নিজের সম্ভাব্য ভূমিকার দিকে?
বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব নতুন নয়। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু কিংবা শমীক, নেতাদের সমীকরণ নিয়ে বারবার চর্চা হয়েছে। কখনও কখনও নেতাদের দূরত্ব এতটাই বেড়েছে যা লোকচক্ষু এড়ানো যায়নি। এবার মিঠুনের বক্তব্যে জল্পনা বাড়ছে আবারও। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন ধরেই বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখা হচ্ছিল। ২০২১-এর পর থেকে যেভাবে শুভেন্দু রাজ্যজুড়ে বিজেপির মুখ হয়ে উঠেছেন, তাতে দলের একাংশ এখনও তাঁকেই সবচেয়ে যোগ্য বিকল্প মনে করেন। কিন্তু দলের অন্য অংশে জনপ্রিয় মুখ হিসেবে মিঠুনের উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে সংগঠনের বাইরের সাধারণ ভোটারদের কাছে। এর আগেও এই প্রশ্নে অস্বস্তিতে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেছিলেন, এতগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে, কোথাও কি আগে থেকে কাউকে মুখ করা হয়েছে? কিন্তু এখন মিঠুনের মন্তব্যে আবারও তোলপাড় রাজ্য বিজেপির অন্দরে।