উত্তর দিনাজপুর ও বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পরবিবার সাতসকালে কেঁপে উঠল উত্তর দিনাজপুর ও বাংলাদেশ সীমান্ত। এদিন বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। যার কম্পন লেগেছে উত্তর দিনাজপুর সীমান্তেও। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৮টা বেজে ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশের সময় অনুযায়ী ৮টা বেজে ৩৪ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রয়েছে ৩.৪।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র দেওয়া তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। রিখটার স্কেলে মাত্রা ৩.৪ হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসেবেই দেখা হচ্ছে। খুব বেশি মানুষ এই ঝাঁকুনি বুঝতেও পারেননি।
রিপোর্ট বলছে, কম্পনের উপকেন্দ্র ছিল রায়গঞ্জ শহর থেকে ৪০ কিমি উত্তরে বাংলাদেশ সীমান্তে। অন্যদিকে, ঢাকা থেকে ৩৩১ কিমি দূরে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় এই ঝাঁকুনি অনুভব হয়। যদিও ছুটির সকাল হওয়ায় অনেকেই বিষয়টি বুঝতে পারেননি।
উল্লেখ্য বিষয় হল, কম্পনের মাত্রা যদি ৩ থেকে ৩.৯-এর মধ্যে থাকে, সেটিকে মৃদু কম্পন হিসাবে চিহ্নিত করা হয়। যদি কম্পনমাত্রা ৩-এর নীচে হয়, তা হলে সেটিকে অতি মৃদু হিসাবে ধরা হয়। ভূমিকম্পের মাত্রা যদি ৪-এর নীচে থাকে, তা হলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ থাকে না।
প্রসঙ্গত, এর আগেও চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছিল। অন্যদিকে, চলতি মাসের ৮ জানুয়ারি সন্ধ্যা থেকে ৯ জানুয়ারি টানা ন'বার ভূমিকম্প হয় গুজরাতে। ১২ ঘণ্টার মধ্যে ন’বার কেঁপে ওঠে গুজরাতের রাজকোট। মৃদু ভূমিকম্প হলেও সেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।