Earthquake In Alipurduar: আবার ভূমিকম্প, একটু আগেই কাঁপল আলিপুরদুয়ার

এবার ভূমিকম্পে কাঁপল বাংলার আলিপুরদুয়ার জেলা। আজ সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Advertisement
আবার ভূমিকম্প, একটু আগেই কাঁপল আলিপুরদুয়ার
হাইলাইটস
  • ভূমিকম্পে কাঁপল বাংলার আলিপুরদুয়ার জেলা
  • আজ সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়

এবার ভূমিকম্পে কাঁপল বাংলার আলিপুরদুয়ার জেলা। আজ সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আলিপুরদুয়ার ছাড়াও ভূমিকম্প হয়েছে অসমে। ওই রাজ্যের হাইলাকান্দিকে কম্পন অনুভূত হয়েছে। সেখানে সকাল ১০টা ৫৯ মিনিটে ৪.১ মাত্রার কম্পন হয়। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ভূমিকম্প হচ্ছে। তিন দিনের মধ্যে গতকাল দ্বিতীয়বার কম্পন। ৪ দিনে এই দুবার কম্পন হয়েছে দিল্লিতে। জানা যাচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল। দিল্লি ছাড়া, উত্তরাখণ্ডের পিথোরাগড়েও কম্পন অনুভূত হয়েছে বিকেল ৪টে ১৮ মিনিটে।

এর আগে গত শুক্রবার জোর কম্পন অনুভূত হয় দিল্লি সহ উত্তর ভারতের একটি বড় অংশে। সে দিন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে কেঁপে ওঠে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে। নেপালের প্রশাসন সূত্রে খবর, মধ্যরাতের ভূমিকম্পে বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এখনও পর্যন্ত ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে বহু মৃতদেহ পাওয়া যাচ্ছে। প্রশাসনের আশঙ্কা, সময়ের সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

POST A COMMENT
Advertisement