Nisith Pramanik Attacked: দিনহাটা আদালত চত্বরে আক্রান্ত নিশীথ প্রামাণিক, ছোড়া হল ডিম-পাথর

Nisith Pramanik Attacked: নিশীথ প্রামাণিক এই হামলাকে “রাজনৈতিক ষড়যন্ত্র” হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূল তাঁর বিরুদ্ধে পুরনো মামলা তুলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

Advertisement
দিনহাটা আদালত চত্বরে আক্রান্ত নিশীথ প্রামাণিক, ছোড়া হল ডিম-পাথরদিনহাটা আদালত চত্বরে আক্রান্ত নিশীথ প্রামাণিক, ছোড়া হল ডিম-পাথর; নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Nisith Pramanik Attacked: দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। বৃহস্পতিবার, তাঁর গাড়ি আদালত চত্বরে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পাল্টা দাবি এসব জনগনের রোষ। তৃণমূলের এর সঙ্গে কোনও যোগাযোগ নেই। ঘটনায় এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়

দিনহাটা আদালত চত্বরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশ নিশীথ প্রামাণিককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করে। সেখানে তৃণমূল কর্মীরা জমা হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিশীথ প্রামাণিক এই হামলাকে “রাজনৈতিক ষড়যন্ত্র” হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূল তাঁর বিরুদ্ধে পুরনো মামলা তুলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় পাব বলেই আশাবাদী।” তবে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁরা বা তাঁদের দলের কেউ এর সঙ্গে যুক্ত নেই। তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  উদয়ন গুহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, এবং জনগণ তাঁর কার্যকলাপে ক্ষুব্ধ। এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত।

২০১৮ সালে তৃণমূল কর্মী আবু মিয়াঁ নামে এক ব্যক্তির হত্যার অভিযোগে নিশীথ প্রামাণিক সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই সময় নিশীথ তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন, এবং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দিনহাটার রাজনীতি তখন প্রায়শই উত্তপ্ত থাকত। এই হত্যা মামলায় হাজিরা দিতে আজ তিনি দিনহাটা আদালতে উপস্থিত হন।

তবে, তাঁর আগমনের খবরে তৃণমূল কর্মীরা আদালত চত্বরের বাইরে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন এবং তাঁর উপর কঠোর শাস্তির দাবি জানান। এই সময় তাঁর গাড়ির দিকে ডিম ও পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও নিশীথ প্রামাণিক শারীরিকভাবে জখম হননি, তবে এই ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement