Jagadhatri Puja 2023: উৎসব এখনই শেষ নয়, শিলিগুড়ির 'আলিঙ্গন'-এর বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসাহ

Jagadhatri Puja 2023: কৃষ্ণনগরের মতো ১ দিনের নয়, চন্দননগরের মতো ৪ দিনের নয়। শিলিগুড়ির আলিঙ্গনের পুজো চলবে ৬ দিন ধরেই। শুক্রবার উদ্বোধন, ২১ নভেম্বর পুজোর নবমী। আয়োজকরা জানিয়েছেন পুজো হবে প্রতিদিনই। সঙ্গে চলবে মেলা। এই মেলা ও পুজো ঘিরে শিলিগুড়িবাসী আবার মেতে ওঠে পুজোর মরশুমকে ঘিরে। যেতে যেতেও কয়েকদিন থমকে দাঁড়ায় উৎসবের আবহ।

Advertisement
উৎসব এখনই শেষ নয়, শিলিগুড়ির 'আলিঙ্গন'-এর বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসাহউৎসব এখনই শেষ নয়, শিলিগুড়ির 'আলিঙ্গন'-এর বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসাহ

Jagadhatri Puja 2023 Siliguri: কৃষ্ণনগরের মতো ১ দিনের নয়, চন্দননগরের মতো ৪ দিনের নয়। শিলিগুড়ির আলিঙ্গনের পুজো চলবে ৬ দিন ধরেই। শুক্রবার উদ্বোধন, ২১ নভেম্বর পুজোর নবমী। আয়োজকরা জানিয়েছেন পুজো হবে প্রতিদিনই। সঙ্গে চলবে মেলা। এই মেলা ও পুজো ঘিরে শিলিগুড়িবাসী আবার মেতে ওঠে পুজোর মরশুমকে ঘিরে। যেতে যেতেও কয়েকদিন থমকে দাঁড়ায় উৎসবের আবহ।

গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়িরও মন খারাপ। কারণ প্রথাগত উৎসবের দিন শেষ। গণেশপুজো থেকে যে মরশুমের শুরু হয়েছিল, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো হয়ে বুধবার ভাইফোঁটাতে তা মোটামুটি পরিসমাপ্তি ঘটেছে। তবে ওই যে বলে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। একদিকে যখন কার্তিক পুজোর প্রস্তুতি চলছে কোথাও কোথাও, তখন রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে শিলিগুড়িতেও শুরু হয়েছে আরও এক বড় পুজোর প্রস্তুতি। শিলিগুড়ির আলিঙ্গন উত্তরবঙ্গের সম্ভবত অন্য়তম বড় জগদ্ধাত্রী পুজো। শুক্রবার ১৭ নভেম্বর ওই পুজোর উদ্বোধনও হবে।

কৃষ্ণনগরের মতো ১ দিনের নয়, চন্দননগরের মতো ৪ দিনের নয়। শিলিগুড়ির আলিঙ্গনের পুজো চলবে ৬ দিন ধরেই। শুক্রবার উদ্বোধন, ২১ নভেম্বর পুজোর নবমী। আয়োজকরা জানিয়েছেন পুজো হবে প্রতিদিনই। সঙ্গে চলবে মেলা। এই মেলা ও পুজো ঘিরে শিলিগুড়িবাসী আবার মেতে ওঠে পুজোর মরশুমকে ঘিরে। যেতে যেতেও কয়েকদিন থমকে দাঁড়ায় উৎসবের আবহ।

দুর্গাপুজো আসার আগেই শুরু হয়ে যায় এখানকার জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। এবারের পুজোর থিম আদিবাসী গ্রাম ও তাদের জীবনযাত্রা। এই থিমের ভাবনাতেই সেজে উঠছে শিলিগুড়ির আলিঙ্গন ক্লাবের ১৭ তম বর্ষে জগদ্ধাত্রী পুজো। তাঁদের এই থিমের নাম- জঙ্গল কন্যা। পিছিয়ে পড়া আদিবাসী সমাজের কথাকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই থিম নির্বাচন। ভিতরে কাঠ এবং ফাইবার দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের নকশা, আদিবাসীদের বিভিন্ন মূর্তি এবং মুখোশ। কাঠ এবং ফাইবারের মধ্যেই রংবেরঙের ছবি আঁকা, যা দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।

Advertisement

শিলিগুড়ি শহরের একমাত্র বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজো শিলিগুড়ি জংশন এলাকার আলিঙ্গন ক্লাবের এই পুজো। আর তেমন কোনও বড় পুজো না থাকায় শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গ ও আশপাশের বিহার, নেপাল থেকেও প্রতি বছর ঠাকুর দেখার জন্য দর্শনার্থীদের ঢল নামে। অন্যান্য বছরগুলির মত এবারও দর্শনার্থীদের চমক দিতে রীতিমত প্রস্তুত আলিঙ্গন ক্লাব।

ক্লাবের সম্পাদক স্বপন গুহ নিয়োগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহর দিন দিন বেড়ে উঠছে। গ্রাম্য পরিবেশ মানুষ ভুলতে বসেছে। তাই এই থিম ফুটিয়ে তোলা হচ্ছে। মোট ১৪ লক্ষ টাকা বাজেট রয়েছে এই পুজোর। সমস্ত পরিবেশবান্ধব জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

 

POST A COMMENT
Advertisement