ভিক্ষা নিয়ে এলাকা দখলের লড়াইয়ে বৃদ্ধাকে কোপাল মহিলা

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটেয় আচমকাই ওই দুই মহিলার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরপর এক মহিলা আচমকা ঝাঁপিয়ে পড়ে, হাঁসুয়া বার করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অপর ভিক্ষাজীবীকে।

Advertisement
ভিক্ষা নিয়ে এলাকা দখলের লড়াইয়ে বৃদ্ধাকে কোপাল মহিলাভিক্ষা নিয়ে এলাকা দখলের লড়াইয়ে বৃদ্ধাকে কোপাল মহিলা

আবাসনে নিয়মিত ভিক্ষা করতেন দুই বৃদ্ধা। কিন্তু শনিবার বিকেলে আচমকাই এক আবাসনে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। জায়গা দখল নিয়ে বচসা থেকে বেধে গেল রক্তারক্তি! হাঁসুয়ার কোপে রক্তাক্ত হলেন এক বৃদ্ধা ভিক্ষাজীবি। অভিযুক্ত আরও এক মহিলা ভিক্ষাজীবী। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকার একটি আবাসনে, পেট্রল পাম্পের পাশেই।

ঘটনায় এখনও পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন, ‘‘পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটেয় আচমকাই ওই দুই মহিলার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরপর এক মহিলা আচমকা ঝাঁপিয়ে পড়ে, হাঁসুয়া বার করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অপর ভিক্ষাজীবীকে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসন চত্বরে।

ঘটনার সময় আবাসনের কর্মী ও বাসিন্দারা ছুটে এসে দু’জনকে আলাদা করেন। নেপাল বলেন, ‘‘হঠাৎ দেখি ঝামেলা। কাছে গিয়ে দেখি এক মহিলা হাঁসুয়া চালাচ্ছেন। আমরা গিয়ে আটকাই।’’ বাসিন্দা বিকাশ দাস বলেন, ‘‘খেতে বসেছিলাম। হঠাৎ আওয়াজ শুনে ছুটে আসি। এসে দেখি এক বৃদ্ধা রক্তাক্ত। যা দেখলাম, বিশ্বাস হচ্ছিল না।’’

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত ভিক্ষা করতেন যাঁরা, তাঁদের মধ্যে এমন হিংসাত্মক ঘটনা ঘটল কীভাবে? পুলিশ সূত্রে খবর, এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement