উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে আগুন-আতঙ্ক, পুড়ে ছাই লাগোয়া দোকান

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (NBMCH) চত্বরে অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গেল দুটি দোকান। জানা গিয়েছে, শনিবার ভোররাতে মেডিকেল চত্বরে থাকা বাজারের দোকানগুলিতে আগুন লাগে।

Advertisement
উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে আগুন-আতঙ্ক, পুড়ে ছাই লাগোয়া দোকানউত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরে আগুনে আতঙ্ক, পুড়ে ছাই হাসপাতাল লাগোয়া দোকান

আগুন লেগে আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে। পুড়ে ছাই হয়ে যায়। দুটি দোকান। ঘটনায় আতঙ্ক ছড়ায় কয়েক হাজার মানুষের মধ্য়ে। রোগী ও রোগীর আত্মীয়রা আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করে। এই ঘটনায় মেডিক্যাল কলেজে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (NBMCH) চত্বরে অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গেল দুটি দোকান। জানা গিয়েছে, শনিবার ভোররাতে মেডিকেল চত্বরে থাকা বাজারের দোকানগুলিতে আগুন লাগে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। এরপর শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের জেরে দুটি দোকানের বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও ব্যবসায়ী দোকানের ভিতরে উনুন বা প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে রেখে চলে গিয়েছিলেন। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে এই বাজারের পাশেই ব্লাড ব্যাংক, মেডিসিন, প্রসূতি বিভাগের মতো রোগী চিকিৎসার একাধিক বিভাগ রয়েছে। এই বেআইনি বাজার তুলে দেওয়ার দাবি দীর্ঘদিনের। কিন্তু তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করছে না প্রশাসন। যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

POST A COMMENT
Advertisement