Fire At Malda Medical College: মালদা মেডিক্যালে প্রসূতি বিভাগে হঠাৎ আগুন, ধোঁয়ায় ঢাকল চারদিক

Fire At Malda Medical College: হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সিগারেটের আগুন থেকে মাতৃমা বিভাগের সামনে বর্জ্যে আগুন লেগে থাকতে পারে। সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনেকে মনে করছেন।

Advertisement
মালদা মেডিক্যালে প্রসূতি বিভাগে হঠাৎ আগুন, ধোঁয়ায় ঢাকল চারদিকমালদা মেডিক্যালে প্রসূতি বিভাগে হঠাৎ আগুন, ধোঁয়ায় ঢাকল চারদিক

Fire At Malda Medical College: মালদা মেডিকেলে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়াল (Malda Medical College & Hospital)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। আতঙ্ক ছড়ায় মেডিকেল চত্বরে। হুড়োহুড়ি পড়ে যায় মুহূর্তে। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে অব্যাহতি মিলেছে।

মেডিকেল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মাতৃমা বিভাগের পেছনে আগুনের দৃশ্য নজরে আসে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। হইচই পড়ে যায় মেডিকেল চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে হাত লাগান মেডিকেলের কর্মীরা। শিশু ও প্রসূতিদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন ঘটনাস্থলে পৌঁছোতে ব্যাপক যানজটের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সিগারেটের আগুন থেকে মাতৃমা বিভাগের সামনে বর্জ্যে আগুন লেগে থাকতে পারে। সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনেকে মনে করছেন।

শর্টসার্কিটের জেরে এই আগুন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। রোগীদের পরিজনরা বলছেন, আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ করায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল।

এর আগেও রাজ্যের কয়েকটি হাসপাতালে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। এর আগে ২০১১ সালের ৯ ডিসেম্বর, ভোরে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। তাতে প্রাণ হারান ৯৩ জন। গত বছর শিয়ালদার ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে সেই স্মৃতি ফেরে। আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দোতলার মেল সার্জারি ওয়ার্ড। এদিনও ফের বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচল মালদা মেডিক্যাল কলেজ।
 


 

POST A COMMENT
Advertisement