NH-10 Landslide Road Closed 2025: ফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ, বন্ধ জাতীয় সড়ক

NH-10 Landslide Road Closed 2025: পাহাড়ে বৃষ্টির জেরে শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
ফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ, বন্ধ জাতীয় সড়কফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ, বন্ধ জাতীয় সড়ক

NH-10 Landslide Road Closed 2025: ফের স্তব্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে বলে খবর। পরিস্থিতি যা, তাতে নতুন করে রাস্তাটি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাহাড়ে বৃষ্টির জেরে শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের মধ্যে গাড়ি চলাচল করলেও, শ্বেতিখোলায় রাস্তা অনেকটাই গিলে খেয়েছে তিস্তা। ফলে জায়গাটি বিপজ্জনক হয়ে রয়েছে। যে কোনও সময় রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে, তিস্তায় জল বাড়তে শুরু করেছে।

০২.০৮.২০২৪ তারিখে গ্যাংটক জেলার অধীনে রাস্তার অবস্থা

সিংতাম উপ-বিভাগ
১. খামডং-লিংজে টিনটেক রাস্তা (কেএলটি ৪)- পরিষ্কার।
২. সাং-দিপুদারা রাস্তা- পরিষ্কার
৩. সাং-সিরওয়ানি রাস্তা- পরিষ্কার
৪. সাং খোলা-জিংলা মার্তাম রাস্তা- একমুখী যানবাহনের জন্য উন্মুক্ত।
৫. রালে-কাম্বল রাস্তা- পরিষ্কার
৬. সুমিক গ্রামের রাস্তা- পরিষ্কার
৭. নিম্ন সামডং রাস্তা- পরিষ্কার
৮. ডোকি-চিসোপানি রাস্তা- পরিষ্কার
৯. রাদাং খিমসিথাং রাস্তা- পরিষ্কার
১০. ⁠সোনামাটি কোকালে রাস্তা- পরিষ্কার
১১. বেয়ং গুম্পা রাস্তা- একমুখী যানবাহনের জন্য পরিষ্কার
১২. সাকিয়ং-বেয়ং রাস্তা- পরিষ্কার
১৩. বেয়ং- থাংসিং রাস্তা- পরিষ্কার
১৪. ⁠পুরানো হাসপাতাল- পানিট্যাঙ্কি রাস্তা তেনিওক- পরিষ্কার

গ্যাংটক উপ-বিভাগ
১. গ্যাংটক-রুমটেক-সাং (জিআরএস) রাস্তা- পরিষ্কার।
2. রুমটেক-রে-রাঙ্কা-আনি গুম্পা রাস্তা- পরিষ্কার
3. আদমপুল-রাঙ্কা-সিচে রোড-                                                                                                                                         4. ঘাটে দারা-সমলিক মারচাক রাস্তা-পরিষ্কার
5. রাঙ্কা-সিচে রোড – পরিষ্কার
6. পাংথাং-লিংডক রাস্তা – পরিষ্কার
7. পাংথাং-পেনলং-টিনটেক রাস্তা – পরিষ্কার
8. তক্তসে ফাটক - আপার লুইং রোড - পরিষ্কার
9. টিনটেক-ডিকচু রাস্তা- পরিষ্কার।
10. ⁠গ্যাংটক রঙ্গে ভুসুক রোড (GRBA)- একমুখী যান চলাচলের জন্য উন্মুক্ত। 

Advertisement

NHIDCL-এর অধীনে রাস্তা

১. NH১০ (রাংপো-রানিপুল)-পরিষ্কার

GREF-এর অধীনে রাস্তা

১. জওহরলাল নেহেরু মার্গ রাস্তা-পরিষ্কার।
২. ⁠রিলাইনমেন্ট রোড (৩ মাইল পোস্ট থেকে সোমগো লেক পর্যন্ত)-পরিষ্কার
৩. ⁠উত্তর বাইপাস রোড (তাশি ভিউ পয়েন্ট থেকে গণেশ টোক) -পরিষ্কার
৪. ⁠গ্যাংটক থেকে তাশি ভিউ পয়েন্ট -পরিষ্কার।
৫. ⁠জেএনএম হনুমানটোক রোড -পরিষ্কার
৬. সিংতম-ডিকচু রোড -পরিষ্কার

সড়ক ও সেতুর (NH) নীচের রাস্তা

১. NH ৩১০-গ্যাংটক বাইপাস -
কিমি ০+৭০০-এ: গঠন ভেঙে গেছে। ৮+৩৫০ কিলোমিটারে গঠন আংশিকভাবে ভেঙে গেছে (একমুখী যান চলাচল) এবং 
১৬+৫০০ কিলোমিটারে (থামিদারা) প্রশস্তকরণ কাজের কারণে বন্ধ রয়েছে।
২. ⁠৯ম মাইল বাইপাস রোড (এনএইচ ১০) - পরিষ্কার
৩. জিরো থেকে রানিপুল পর্যন্ত এনএইচ ১০ টিএনএ স্কুল রোড সহ - পরিষ্কার
৪. ⁠ইন্দিরা বাইপাস রোড (আমদোগোলাই থেকে বোজোঝারি পেট্রোল পাম্প) - পরিষ্কার

২০২৩ এর অক্টোবরের পর থেকে বারবার বিপর্যস্ত এই জাতীয় সড়ক। আগে রাজ্যের দায়িত্বে থাকলেও এখন তা কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হয়েছে দেখভালের জন্য। তারপরও রাস্তার হাল বেহাল। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) তরফে জানা গিয়েছে, নিয়মিত ধস নামতে থাকায় কাজ এগোচ্ছে না। 

দিন কয়েক আগে সেবক ও কালিঝোরার মাঝে জাতীয় সড়কে বোল্ডার পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। পরদিন বোল্ডার সহ ধস সরিয়ে পুনরায় যানবাহনের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ধস নেমেছে বিরিকদাড়ায়। এখানে অবশ্য আগেও অনেকবার ধস নেমেছে। এর আগে সিকিমে টানা বৃষ্টি ও ধসের জেরে বিপদে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিমের একাধিক এলাকা। কোথাও রাস্তা ভেঙে পড়েছে, কোথাও পাহাড়ে ধস নেমেছে। তার জেরে সেখান থেকে সড়কপথ ধরে বাইরে আসতে পারছেন না পর্যটকরা। তাঁদের উদ্ধারকার্য শুরু করতে নামতে হয় সেনাবাহিনীকে। 

 

POST A COMMENT
Advertisement