এই ধসের ফলে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপরের পাহাড় থেকে একটি বিশাল বোল্ডার এসে পড়েছে, যা দিনের বেলায় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। তবে রাতের অন্ধকারে বড়সড় ক্ষতি এড়ানো গেছে।
প্রশাসন মনে করছে, গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে। এদিকে, গত কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ছোট-বড় ধসের ঘটনা ঘটেছে এবং সড়কের বিভিন্ন অংশে ফাটলও দেখা গেছে। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা চালু রাখার চেষ্টা করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
গত ১৫ অগাস্টে সড়ক সংস্কারের পর একসময় বন্ধ থাকা সড়কটি আবার খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এবার ফের সেই সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে যথেষ্ট অস্বস্তি এবং ভোগান্তি তৈরি হয়েছে। সিকিমের এই লাইফলাইন বলা হয় ১০ নম্বর জাতীয় সড়ককে, এবং তার উপরে বার বার আসা ধস নতুন করে উদ্বেগ তৈরি করছে।